পরিস্থিতি ঠিক তেমন তা জানাতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন সাধারণ মানুষ।
হাইলাইটস
- কোদাগু জেলায় বাড়ি ভেঙে পড়েছে
- ত্রাণ শিবিরে আছেন প্রায় 20 হাজার মানুষ
- জল বের করতে দুটি বাধের মুখ উন্মুক্ত করে দেওয়া হয়েছে
Bengaluru: অতি বৃষ্টির জেরে কর্নাটকের ছয়টি জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ভেসে গিয়েছে বহু জমি। পরিস্থিতি মোকাবিলা করতে 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছে রাজ্য সরকার।
কোদাগুতে পৌঁছনোর বিভিন্ন রাস্তায় ধস নেমেছে।
বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোদাগু জেলা। কফি চাষ এবং ঝর্নার জন্য প্রসিদ্ধ কোদাগু। সেখানে পৌঁছনোর বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন।
পরিস্থিতি ঠিক তেমন তা জানাতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন সাধারণ মানুষ। ছবি থেকে শুরু করে একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন তাঁরা। তাতেই একটি দুতলা বাড়ি ভেঙে পড়তে দেখা যাচ্ছে। বাড়িটি আকারে যথেষ্ট বড়। কিন্তু চারদিকে জল জমতে শুরু করায় সমস্যা বাড়তে থাকে। একসময় ভেঙে পড়ে বাড়িটি। সেই ঘটনাই ধরা পড়েছে ভিডিয়োতে।
অতি বৃষ্টিতে রাজ্যে এ পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া গৃহহীন হয়েছেন বহু মানুষ। একটি সূত্র বলছে প্রায় 20 হাজার লোককে বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। জল বের করার জন্য কর্নাটকের দুটি বাধের মুখ উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে খবর।