সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে আস্তে আস্তে সচিবালয়তে ঢুকে পড়ছে চিতা।
হাইলাইটস
- সোমবার গান্ধিনগরের সচিবালয়তে এলো একটি চিতা
- সিসি টিভি ক্যামেরায় সেই ছবি দেখা গিয়েছে
- চিতাকে বাগে আনতে অভিযান শুরু করে বন দপ্তরের কর্মীরা
আমেদাবাদ: সচিবালয়তে প্রতিদিন বহু মানুষ নিজেদের অভাব অভিযোগ নিয়ে হাজির হন। নানা রকম সরকারি কাজের জন্যও আসতে হয় বহু মানুষকে। কিন্ত সোমবার গান্ধিনগরের সচিবালয়তে এলো একটি চিতা! সিসি টিভি ক্যামেরায় সেই ছবি দেখা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের দেওয়া ফুটেজে দেখা যাচ্ছে আস্তে আস্তে সচিবালয়তে ঢুকে পড়ছে চিতা। পরিস্থিতি ভয়াবহ হতে পারে অনুমান করে চিতাকে বাগে আনতে অভিযান শুরু করে বন দপ্তরের কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত চিতাকে বাগে আনা গেল ততক্ষণ কর্মী ও আধিকারিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পুলিশ কর্তা জানান কর্মী থেকে শুরু করে আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় বিষয়। সেদিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।