বিজয় মাল্যের প্রত্যর্পণে এখনও রয়েছে আইনি সম্যা, দাবি ব্রিটিশ হাই কমিশনের।
নয়াদিল্লি: বিজনেস টাইকুন বিজয় মাল্যের ( Vijay Mallya) প্রত্যর্পণ (Vijay Mallya Extradition) সম্ভব নয় একটি আইনি সমস্যার সমাধান না হলে।। NDTV-কে একথা জানাল ব্রিটিশ হাই কমিশন। পাশাপাশি এও জানালেন, বিষয়টি গোপনীয়। ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র বৃহস্পতিবার NDTV-কে বলেন, ‘‘গত মাসে বিজয় মাল্য তাঁর প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করার পর তা বাতিল করা হয়। ব্রিটেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনও আপিল আর তিনি করতে পারবেন না। তবে, এখনও একটি আইনি ইস্যু রয়েছে। সেটির সমাধান প্রয়োজন বিজয় মাল্যর প্রত্যর্পণের জন্য।'' তিনি আরও বলেন, ‘‘ব্রিটেনের আইন অনুসারে, ওটার সমাধান না হওয়া পর্যন্ত বিজয় মাল্যর প্রত্যর্পণ সম্ভব নয়। ইস্যুটি গোপনীয় এবং আমরা তাই সেবিষয়ে বিস্তারে বলতে পারছি না। কতদিন লাগবে এটির সমাধান হতে, সেটাই আমরা বলতে পারছি না। যত দ্রুত সম্ভব এটির সমাধান করতে চাই আমরা।''
গত মাসেই প্রত্যর্পণের বিরুদ্ধে বিজয় মাল্যের আবেদন নিম্ন আদালত ও হাইকোর্টে খারিজ হয়ে যায়। ২০১৮ সালের একটি মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়।
রক্ষকই ভক্ষক? চিনের ১টি স্কুলে নিরাপত্তারক্ষীর ছুরির ঘায়ে আহত পড়ুয়া-শিক্ষক মিলিয়ে ৪০ জন
এখনও পরিষ্কার নয়, ৬৪ বছরের প্রবীণ ব্যবসায়ী ‘অ্যাসাইলাম ক্লেন' করেছিলেন কিনা। এক সিবিআই সূত্র তেমনটাই জানিয়েছে NDTV-কে। ব্রিটেনের আইন অনুসারে, ‘অ্যাসাইলাম ক্লেন' হল ব্রিটেনে একজন শরণার্থী হিসেবে থেকে যাওয়ার অনুরোধ। এই আবেদনের নিষ্পত্তি না হলে প্রত্যর্পণ সম্ভব নয়। এদেশের আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সিদ্ধান্ত নেওয়ার ২৮ দিনের মধ্যে প্রত্যর্পণ সম্পন্ন হয়।
২৪ ঘণ্টায় আরও ৯,৩০৪ জনের শরীরে করোনার থাবা, মোট করোনা আক্রান্ত ২.১৬ লক্ষ
বিজয় মাল্যর আইনজীবী আনন্দ দুবেকে NDTV-র তরফে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
বিজয় মাল্যকে দেশে ফিরিয়ে আনতে মরিয়া ভারত। তাঁর সংস্থা কিংফিশারের হয়ে ৯,০০০ কোটি টাকার ঋণখেলাপি হওয়ার অভিযোগ বিজয়ের বিরুদ্ধে। তাঁকে দেশে ফেরাতে পারলে নিঃসন্দেহে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বিরাট জয় হিসেবে গণ্য হবে। বিরোধীরা এই ইস্যুতে তাঁকে বহুবার চাপে ফেলেছে।