Read in English
This Article is From Dec 18, 2018

রাজ্যে ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ূয়াকে বৃত্তি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ূয়াকে বৃত্তি দেওয়া  হয়েছে  বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।

Advertisement
অল ইন্ডিয়া

সংখ্যালঘু অধিকার দিবসে সামাজিক সাম্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা:

রাজ্যে ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ূয়াকে বৃত্তি দেওয়া  হয়েছে  বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু অধিকার  দিবস উপলক্ষ্যে  মঙ্গলবার টুইট করে এ কথা  জানান মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।  তিনি লেখেন আপনারা  জানলে খুশি হবেন এই বাংলায় আমারা  ১.৭ কোটির বেশি সংখ্যালঘু পড়ূয়াকে বৃত্তি দিয়েছি। গোটা  দেশের মধ্যে এরে চেয়ে বেশি  পড়ুয়াকে  আর কোনও রাজ্য বৃত্তি দিতে পারেনি। আগামী দিনে পথ চলার জন্য সমস্ত পড়ুয়াকে জানাই শুভ কামনা।  

মৃত্যুদিনে তাপসী মালিককে স্মরণ করলেন মমতা

      

সংখ্যালঘু অধিকার দিবসে আরও একটি বার্তা  দেন  মমতা। তা হল সাম্যের বার্তা। তিনি বলেন, আমরা সবাই সমান। বৈচিত্রের মধ্যে  ঐক্যই আমাদের শক্তি।  সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে  প্রতি বছর এই দিনটি পালিত  হয়। রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় এসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কথা মাথায় রেখে  একাধিক প্রকল্প চালু করেছেন মমতা। সমাজের কোনও অংশই যাতে পিছিয়ে না থাকে  তা  নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেন  মমতা।  শুধু তাই নয় অন্য সামাজিক প্রকল্পেও সংখ্যালঘুদের  আরও বেশি করে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেন মমতা।

দেখুন ভিডিও :

Advertisement
Advertisement