This Article is From Mar 13, 2020

এক কানেই বাজিমাত, সোশ্যাল উত্তাল 'এককর্ণ'কে দেখে!

জন্ম থেকেই একটি কান নেই। দুর্ঘটনায় কান কাটা গেছে মাখনের দলা golden retriever রাইয়ের।

এক কানেই বাজিমাত, সোশ্যাল উত্তাল 'এককর্ণ'কে দেখে!

এক কানেতেই দুনিয়া জয়!

জন্ম থেকেই একটি কান নেই। দুর্ঘটনায় কান কাটা গেছে মাখনের দলা golden retriever রাইয়ের। মাত্র ১২ সপ্তাহ বয়সেই শারীরিক এই বৈশিষ্ট্যের জোরে সে সোশ্যালে শীর্ষে। রাইয়ের (Rae) মায়াভরা মুখ মন কেড়েছে নেটিজেনদের। ছবি দেখে, অবস্থার কথা শুনে নেটিজেনরা আদর করে নাম দিয়েছেন "সোনার এককর্ণ" ("golden unicorn")। রাইকে দত্তক নিয়েছেন পশু হাসপাতালের এক কর্মী ব্রিয়ানা আর্ডেমা ( Brianna Aardema)। তিনিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। একটা কান তার চেহারায় এনেছে আলাদা লুক।

করোনা ভাইরাস থেকে বাঁচাবে ঘুঁটে? সরকারি আয়ুর্বেদিক কলেজের নয়া দাওয়াই দেখুন...

আমেরিকার মিশিগানের এক হাসপাতালে যখন রাইয়ের শুশ্রূষা হচ্ছিল তখন তার বিশেষ দেখভালের ব্যবস্থা নিয়েছিলেন ব্রিয়ানা। তখনই আস্তে আস্তে মায়া পড়ে যায় তাঁর রাইয়ের ওপর। তিনি দত্তক নিয়ে নিজের সন্তানের মতো করেই পালন করতে থাকেন। সোশ্যালে জানান, এক কানেই তাঁর রাই আজ জনপ্রিয়তার শীর্ষে। রাস্তা থেকে তুলে নিয়ে এসে জীবন দিয়েছেন। এত বড় করেছেন। রাই তাঁর নাম রেখেছে এভাবেই। 

টিটরটকে রাইয়ের ভিউয়ার্স ৩.৩ মিলিয়ন।

@sambosmitty

Check Rae the Unicorn dog out on insta - goldenunicornrae ##petparent##PlayWithLife##fyp##dog

♬ New Soul - Yael Naim

ভিডিও সোশ্যালে আসতেই রাইকে দেখতে ভিড় জমিয়েছেন ২০ হাজার ফলোয়ার্স। মাত্র দুটো পোস্ট দেখেই সবাই রাইয়ের ভক্ত। 

Unicorn in full effect????????

A post shared by Rae the ???? Golden Retriever (@goldenunicornrae) on

রাইয়ের ছবি দেখে এক নেটিজেন লিখেছেন, ওকে দেখেই বোঝা যাচ্ছে শুধু বাইরে নয়, ভেতর থেকে সুন্দর রাই। আরেক জনের মতে, খুব সহজে মন কেড়েছে রাই।

গলফ কোর্সে দুই সাপের ‘নাচ'! টুইটারে ভিডিও দেখে চমকিত নেটিজেনরা

গত বছর, একটি কুকুরছানা মাথায় একটি লেজ নিয়ে জন্মেছিল। তাকে সবাই ডাকতেন ফ্যারি ইউনিকর্ন বা একলেজ বিশিষ্ট বলে। কুকুরছানাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পাওয়া গেছিল।

Click for more trending news


.