এম আর বাঙুর হাসপাতালে(MR Bangur Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। (ফাইল ছবি)
কলকাতা: হোর্ডিং খুলতে গিয়ে টালিগঞ্জ ট্রাম ডিপো(Tollygunge tram depot) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আরও দুজন আহত হয়েছন বলে জানিয়েছে পুলিশ। রিজেন্ট থানার(Regent Park Police Station) এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার দুপুর ২.৩০ নাগাদ টালিগঞ্জ ট্রাম ডিপোতে(Tollygunge tram depot) হোর্ডিং খুলতে যান তিন শ্রমিক। তারমধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গির মোল্লা নামে বছর তিরিশের এক শ্রমিক।
শহরে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ
এম আর বাঙুর হাসপাতালে(MR Bangur Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, অপর দুই শ্রমিক বিকাশ বেরা ও লক্ষী মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
লরি বোঝাই বিস্ফোরক আটক টালা ব্রিজে
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ওই জায়গায় কোনও ভুল হয়েছিল, নাকি এটা নিছকই দুর্ঘটনা, তা জানতে তদন্ত করছি আমরা”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)