বাংলাদেশে গবাদি পশুর চোরাচালান
কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে ১২০টি গরু বাংলাদেশে (Bangladesh) পাচারের (smuggling) অভিযোগে সীমান্ত সুরক্ষা বাহিনির (বিএসএফ) এক সেনার হাতে গ্রেফতার হল একজন। সীমান্তে পাচারের বিরুদ্ধে অভিযান চলার সময় ৩১ আগস্ট গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গরুর পাশাপাশি তার থেকে বাজেয়াপ্ত হয়েছে ১২.২৫ লক্ষ বাংলাদেশি মুদ্রা।
কলকাতা থেকে গ্রেফতার প্রতারক, দিল্লিতে প্রচুর মানুষকে প্রতারণার অভিযোগ
টুইটারে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, "সীমান্ত দিয়ে ১২০টি গরু ও বাংলাদেশি মুদ্রা সমেত গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। প্রায় রোজই এভাবে ভারত থেকে সীমান্ত দিয়ে গরু পশু পাচার হয়। সেই অপরাধ রুখতেই ওইদিন অভিযান চালায় বিএসএফ বাহিনি। তখনই হাতেনাতে ধরা পড়ে চোরাচালানকারী।"