This Article is From Sep 27, 2019

উত্তরবঙ্গে মেডিকেল কলেজের সিসিইউতে আগুন! হুড়োহুড়িতে মৃত্যু এক রোগীর

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল জানিয়েছেন শর্ট সার্কিট হয়ে একটি ভেন্টিলেটারে আগুন লেগে যায়, যা ছড়িয়ে পড়ে গোটা ইউনিটে

উত্তরবঙ্গে মেডিকেল কলেজের সিসিইউতে আগুন! হুড়োহুড়িতে মৃত্যু এক রোগীর

নয়জন অন্য রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে

Siliguri:

শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College and Hospital) সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট ওয়ার্ড) বড়সড় অগ্নিকাণ্ড! অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে হুড়োহুড়িতে হাসপাতালেই প্রাণ হারিয়েছেন এক রোগী। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকেরা আচমকাই ধোঁয়া বেরতে দেখেন সিসিইউ ইউনিট (CCU) থেকে। আগুনের ফুলকি দেখেই দমকলে খবর দেন তাঁরা। দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল জানিয়েছেন শর্ট সার্কিট হয়ে একটি ভেন্টিলেটারে আগুন লেগে যায়, যা ছড়িয়ে পড়ে গোটা ইউনিটে। 

বেড নেই, তাই জোর করে গর্ভবতীর সন্তান প্রসব হাসপাতালের মেঝেয়!

সরকারি ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে উদ্ধারকার্য শুরু হলে সাবেরা খাতুন নামে ওই রোগী মারা যান বলে জানিয়েছেন এক কর্মকর্তা। আশঙ্কা, ওই হুড়োহুড়িতে রোগীদের স্থানান্তর করার সময়ই কোনওভাবে লাইফ সাপোর্ট সিস্টেমটি খুলে যায় সাবেরার! নয়জন অন্য রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

"আমার বাবার চোখ উধাও":মর্গে অভিযোগ জানালেন কলকাতার এক ব্যক্তি

রাজ্য সরকার এই অগ্নিকাণ্ডের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে আতসকাঁচের নিচে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও। আগুনে ক্ষতিগ্রস্ত ওই ইউনিটে ফের কবে স্বাভাবিক কাজ শুরু হবে সেই প্রশ্নের কোনও উত্তর অবশ্য দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

.