Read in English
This Article is From Sep 21, 2018

উত্তর দিনাজপুরে ছাত্র পুলিশ খন্ড যুদ্ধে মৃত 1 আজ 12  ঘণ্টার বনধ ডাকল বিজেপি

উত্তর দিনাজপুরে ছাত্র পুলিশ খন্ড যুদ্ধে মৃত 1

Advertisement
Kolkata

উত্তর দিনাজপুরে ছাত্র পুলিশ খন্ড যুদ্ধে মৃত 1

Highlights

  • উত্তর দিনাজ পুরে ছাত্রের মৃত্যু
  • গুলি চালানোর কথা অস্বীকার করেছে প্রশাসন
  • স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছড়ায় অশান্তি

পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রের মৃত্যু উত্তর দিনাজপুরের ইসলামপুরে। স্থানীয় দাঁড়িবিট হাইস্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বলে খবর। এরই মাঝে নতুন করে নিযুক্ত তিন শিক্ষককে কড়া পুলিশী প্রহরায় স্কুলে পৌঁছে দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি বিনা প্ররোচনায় লাঠি চার্জ করেছে পুলিশ।

শুধু তাই নয় কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়েছে বলে খবর।  এদিকে এই ঘটনায় কাল  বারো  ঘণ্টার বনধ ডাকল বিজেপি। সূত্রের খবর, মৃত পড়ুয়ার নাম  রহেশ সরকার। সে এই স্কুলের প্রাক্তন পড়ুয়া। তবে শূন্যে   গুলি চালানোর কথা মানতে চায়নি জেলা প্রশাসন। তাই এই পড়ুয়ার মৃত্যু কীভাবে হল তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। ঘটনার সূত্রপাত শিক্ষক নিয়োগকে ঘিরে। পড়ুয়াদের দাবি দরকারি নয় এমন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে।  এরই প্রতিবাদ করে শুরু হয়  আন্দোলন। এরপর আজ ওই তিন শিক্ষককে স্কুলে পৌঁছে দিতে আসে পুলিশ। আর তখনই উত্তেজনা ছড়ায় নতুন করে।

Advertisement