This Article is From Jun 01, 2019

চার বন্যপ্রাণী উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো

তিন লঙ্গুর সহ এক সিংহ শাবক উদ্ধার হল শহর থেকে। সৌজন্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।

চার বন্যপ্রাণী উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো
কলকাতা:

কলকাতা: আজ সকালে তিন লঙ্গুর (Langurs) সহ এক সিংহ শাবকে (Lion Cub) উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WLCCB)। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে একটি সাভ গাড়িকে ধাওয়া করে আটক করা সেটিকে। সেই গাড়িতে করেই পাচার হচ্ছিল ওই চার বন্যপ্রাণী। থবর, বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত রয়েছে তিন ব্যক্তি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের।

আরও জানা গেছে, চারটি প্রাণীকেই আনা হয়েছিল বাংলাদেশ ()Bangladesh থেকে। তাদের পাচার করা হচ্ছিল পশ্চিমের কোনও দেশে।

.