This Article is From Sep 19, 2018

চারদিন অন্তর এক টুকরো রুটি খেয়ে বেঁচে থাকা বন্দি মহিলা উদ্ধার দিল্লি থেকে

দিল্লির রোহিণী থেকে পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করা হল। অভিযোগ, ওই মহিলার ভাই তাকে বন্দি করে রেখেছিল দু’বছর ধরে।

চারদিন অন্তর এক টুকরো রুটি খেয়ে বেঁচে থাকা বন্দি মহিলা উদ্ধার দিল্লি থেকে

দু'বছর ধরে চারদিন অন্তর একটা রুটি খেতে দেওয়া হত তাঁকে।

হাইলাইটস

  • The woman was found on an open terrace at her brother's house
  • She had been starving for several days, Delhi woman's panel said
  • The woman has been admitted to hospital
নিউ দিল্লি:

দিল্লির রোহিণী থেকে পঞ্চাশ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করা হল। অভিযোগ, ওই মহিলার ভাই তাকে বন্দি করে রেখেছিল দু’বছর ধরে। উদ্ধার করার সময় তিনি নিজের মল মাখামাখি হয়ে পড়েছিলেন। দিল্লির মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে তাঁর ভাইয়ের বাড়ি থেকে। দু’বছর ধরে অতি অমানবিক এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন গুজরান করছিলেন তিনি। খাওয়ার জন্য প্রতি চারদিন অন্তর এক টুকরো রুটি দেওয়া হত তাঁকে। তাঁর ভাইয়ের বাড়ির একটি খোলা অংশ থেকে উদ্ধার করা হয় তাঁকে। বেশ কয়েকদিন ধরে কিছু না খেয়ে রয়েছেন তিনি বলে মঙ্গলবার জানায় মহিলা কমিশন।

“টানা দু’বছর ধরে পঞ্চাশ বছরের এক মহিলার ওপর অকথ্য অত্যাচার করে তাঁকে না খেতে দিয়ে বন্দি করে রেখে দিয়েছিল তাঁর নিজেরই ভাই। আমরা যখন তাঁকে উদ্ধার করতে যাই, সেই সময় নিজের গায়ে নিজের মল মাখামাখি হয়ে পড়েছিলেন তিনি। তিনি কথা বলতে পারছেন না। হাঁটতে পারছেন না। এমনকি, কাউকে চিনতেও পারছেন না”, টুইট করে লেখেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। সেখানেই তিনি জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও, এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি।

দিল্লির মহিলা কমিশনকে ওই মহিলার অবস্থা সম্বন্ধে ফোন করে জানান মহিলার আরেক ভাই। তিনি জানান তাঁর দিদিকে কীভাবে বন্দি করে রাখা হয়েছে সেখানে। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অকুস্থলের উদ্দেশে রওনা দেয় মহিলা কমিশনের উদ্ধারকারী দল।

আপাতত তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.