This Article is From Aug 21, 2018

বাঁচানো গেল না মৌসুমিকে

বাঁচানো গেল না মৌসুমি চক্রবর্তীকে। কিডনি প্রতিস্থাপনের পর  সোমবার তাঁর মৃত্যু হল।

বাঁচানো গেল না মৌসুমিকে

এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার অঙ্গ প্রতিস্থাপনের পর প্রাণ  হারিয়েছেন অনেকে।

কলকাতা:

 

বাঁচানো গেল না মৌসুমি চক্রবর্তীকে। কিডনি প্রতিস্থাপনের পর  সোমবার তাঁর মৃত্যু হল। জলপাইগুড়ির  বাসিন্দা মল্লিকা মজুমদারের দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপিত হয়েছিল মৌসুমি সহ তিন জনের শরীরে।

ব্রেন ডেথ হয়ে যাওয়া মল্লিকা এই তিন জনের জীবনে নতুন করে  দিশা দেখাবে বলে মনে করেছিলেন চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সদস্যরা।

কিন্তু তেমনটা হল না। মৌসুমির মৃত্যু হল। তবে বাকি দুজন কিছুটা ভাল আছেন। এঁদের মধ্যে একজন ভর্তি রয়েছেন সরকারি হাসপাতালে। তাঁর শরীরে প্রতিস্থাপিত হয়েছে মল্লিকার আরেকটি কিডনি। তিনি আপাতত ভাল আছেন। তাছাড়া কলকাতার এক বেসরকারী হাসপাতাল চিকিৎসা চলছে হায়দরাবাদের একজন বাসিন্দার।

মল্লিকার লিভার রয়েছে তাঁর শরীরে। হাসপাতাল  সূত্রে বলা হয়েছে তিনিও চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

কিন্তু কেন মৃত্যু হল মৌসুমির? কারণ খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে তাঁদের প্রাথমিক অনুমান অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতার জন্যই তাঁকে বাঁচানো যায়নি। এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার অঙ্গ প্রতিস্থাপনের পর প্রাণ হারিয়েছেন অনেকে।

সাধারণ ভাবে মনে করা হচ্ছে অস্ত্রোপচার এবং তারপর আরও যা যা করা দরকার তাতে কোথাও কোথাও ফাঁক থেকে যাচ্ছে। পরিকাঠামোর অভাবও বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।                                                                     



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.