সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। (প্রতীকী)
শ্রীনগর: মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) গন্দেরবাল জেলায় সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি (terrorist)। আহত হয়েছেন এক সেনা। পুলিশ সূত্রে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় কাশ্মীরের কুলান অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর সময় জানতে এখানে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে।
সেনাবাহিনী তল্লাশি চালানোর সময় লুকিয়ে থাকা জঙ্গিরা আচমকাই গুলি চালাতে শুরু করেন বলে এক আধিকারিক জানিয়েছেন।
জেএনইউ-য়ে ৬০০ জন পুলিশ মোতায়েন, তবে পড়ুয়াদের উপর করা হয়নি লাঠিচার্জ, জানাল দিল্লি পুলিশ
গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। এক সেনা আহত। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
নিহত জঙ্গির পরিচয় বা সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল, তা এখনও জানা যায়নি। এখনও ওখানে তল্লাশি চালানো হচ্ছে। পরে বিস্তারিত তথ্য জানা যাবে বলে ওই আধিকারিক জানিয়েছেন।