তিনি জানিয়েছেন যে, ''ক্যাশ বাক্স থেকে একটা পয়সাও চুরি করেনি তারা।''
কলকাতা: পেঁয়াজের (onion) দাম ক্রমশই উর্দ্ধমুখী, পশ্চিমবঙ্গে প্রতি কেজি ১০০ টাকা ছুঁয়েছে। তাই এখন চোরদের কাছে টাকার চেয়ে পেঁয়াজ বেশি মূল্যবান হয়ে উঠেছে। এই রকমই এক নজির দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলায় (Midnapore)।মেদিনীপুরের সুতাহাটা এলাকার রাস্তার ধরে তার একটা কাঁচা সবজির দোকান আছে, মঙ্গলবার সকালে দোকানের দরজা খুলে অবাক হয়ে যায় সে।
সোমবার দিন রাতে তার দোকানে কয়েকজন চোর ঢুকে পড়ে, দোকান থেকে কি কি খোয়া গেছে তা দেখতে গিয়ে দোকানদারের চক্ষু মাথায় ওঠে। মজারই বলুন বা দুঃখের, বিষয়টি হল পেঁয়াজ ছাড়া কোনো কিছুই চুরি হয়নি দোকান থেকে।
এমনকি যখন দোকানদার অক্ষয় দাস নিজের ক্যাশ বাক্স মিলিয়ে দেখে, তখন সে দেখতে পায় যে, একটা পয়সাও খোয়া যায় নি। অক্ষয় দাসের মতে পেঁয়াজ, রসুন ও আদা মিলিয়ে প্রায় ৫০০০০ টাকার জিনিস চুরি হয়েছে তার দোকানা থেকে। তিনি জানিয়েছেন যে, ''ক্যাশ বাক্স থেকে একটা পয়সাও চুরি করেনি তারা।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)