This Article is From Nov 14, 2019

এক সপ্তাহের মধ্যে কমবে পিঁয়াজের দাম, আশা মুখ্যমন্ত্রীর

পিঁয়াজের দাম এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকা প্রতি কেজি, বৃহস্পতিবার সেই দাম বেড়ে হয়েছে ৭০-৭৫ টাকা প্রতি কেজি

এক সপ্তাহের মধ্যে কমবে পিঁয়াজের দাম, আশা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের আধিকারিকদের ভাষায়, প্রতি মাসে রাজ্যের প্রয়োজন ১০০০,০০০ টন পিঁয়াজ।

কলকাতা:

পিঁয়াজের দাম (Onion Price) আগামী এক সপ্তাহের মধ্যে কমবে বলে আশাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁরা আশা, রাজ্য সরকারের করা পদক্ষেপের ফলে কমতে পারে পিঁয়াজের দাম। তিনি বলেন, শুক্রবার থেকে রাজ্যে চড়া দামে পিঁয়াজের খুচরো বিক্রেতাদের ওপর নজর রাখবে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং সিআইডি। মুখ্যমন্ত্রী বলেন, “পিঁয়াজ উৎপাদনে সমস্যা রয়েছে। বাইরে থেকে পিঁয়াজ আমদানি করছে কেন্দ্রীয় সরকার”। শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “একটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে আমরা চুক্তি করেছিলাম, তবে তারা তা লঙ্ঘন করেছে, এবং আমাদের পিঁয়াজ সরবরাহ বন্ধ করে দিয়েছে”।

পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে বিদেশ থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানি করছে কেন্দ্র

পিঁয়াজের দাম এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকা প্রতি কেজি, মহারাষ্ট্র থেকে পিঁয়াজের সরবরাহ ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার সেই মূল্যবৃদ্ধি পেয়ে হয়েছে ৭০-৭৫ টাকা প্রতি কেজি। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সুফল বাংলার স্টল থেকে ৫৯ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করছি”। তাঁর কথায়, “আগামী ৭-৮ দিনে পরিস্থিতির উন্নতি হবে”।

আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে ক্লিক করুন: 

রাজ্য সরকারের আধিকারিকদের ভাষায়, প্রতি মাসে রাজ্যের প্রয়োজন ১০০০,০০০ টন পিঁয়াজ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.