हिंदी में पढ़ें
This Article is From Nov 29, 2019

দেশ জুড়ে শোনা যাচ্ছে অভিনব চুরির ঘটনা! ব্যবসায়ীদের মাথায় হাত

গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এলাকায় ঘটে এমনি এক অভিনব চুরির ঘটনা

Advertisement
অল ইন্ডিয়া

প্রতীকাত্মক ছবি

ভোপাল :

পেঁয়াজের দাম ক্রমশ উর্দ্ধমুখী। এখন তা মধ্যবিত্তদের হাতের বাইরে। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এলাকায় ঘটে এমনি এক অভিনব চুরির ঘটনা। দোকানের তালা ভেঙে ভিতরে ঢোকার পরেও ক্যাশ বাক্সে হাত দেয়নি চোর, তবে আদা-রসুন ও পেঁয়াজ মিলিয়ে ৫০০০০ টাকা উধাও হয়ে যায় দোকান থেকে। তবে শুধু পশ্চিমবঙ্গই নয় প্রায় সারা দেশ জুড়ে ঘটে চলেছে এমন ঘটনা।  নাসিক থেকে গোরখপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ২৫ লক্ষ টাকার পেঁয়াজ। পেঁয়াজ ভর্তি সেই ট্রাক রাস্তাতেই গায়েব হয়ে যায়।  এই ঘটনার পর, নাসিকের ব্যবসায়ী মধ্যপ্রদেশের শিবপুরীতে পুলিশের কাছে অভিযোগ জানায়। নাসিক থেকে যে ট্রাক উধাও হয়েছিল তা শিবপুরিতে পাওয়া যায় কিন্তু উধাও হয়ে যায় ট্রাকের ভেতরে থাকা ২৫ লক্ষ টাকার পেঁয়াজ।  যে ব্যবসায়ীদের সাথে এমন ঘটনা ঘটেছে তারা স্থানীয় পুলিশের কাছে গিয়ে আভিযোগ জানিয়ে এসেছে।  

অভিনব চুরি! ক্যাশ বাক্সে হাত না দিয়েও ৫০০০০ টাকা নিয়ে গেলো চোর

সারা দেশ জুড়ে যেভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে করে দেশের মানুষ খুবই অসন্তুষ্ট। এর মধ্যেই পেঁয়াজ চুরির বিভিন্ন আজব ঘটনা ঘটছে দেশ জুড়ে। নাসিক থেকে ট্রাক সমেত ২৫ লক্ষের পেঁয়াজ গায়েব হয়ে যাওয়ার পর ট্রাক ফেরত পাওয়া গেলেও পাওয়া যায়নি পেঁয়াজের হাদিস, আর সেই কারণেই নাসিকের ব্যবসায়ীরা মধ্যপ্রদেশের শিবপুরিতে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।  এই বিষয়ে শিবপুরির পুলিশরা তদন্ত শুরু করেছে।    

Advertisement
Advertisement