Read in English
This Article is From Nov 18, 2018

নাগরিক তালিকা থেকে বাদ বাসিন্দাদের মধ্যে নতুন করে আবেদন করেছে সাড়ে তিন লক্ষঃ সূত্র

নাগরিক তালিকা থেকে বাদ পড়া অসমের ৪০ লাখ নাগরিকের মধ্যে মাত্র সাড়ে  তিন লক্ষ মানুষ দাবি করেছেন তাঁরা ভারতীয় নাগরিক।

Advertisement
অল ইন্ডিয়া

চূড়ান্ত খসড়া তালিকা  প্রকাশিত হয় জুলাই মাসের  ৩০ তারিখ।

Highlights

  • মাত্র সাড়ে তিন লক্ষ মানুষ দাবি করেছেন তাঁরা ভারতীয় নাগরিক
  • নিজেদের দাবির সমর্থনে নথিপত্রও জমা দিয়েছেন তাঁরা
  • চূড়ান্ত খসড়া প্রকাশের আড়াই মাস বাদে এমনটাই হয়েছে বলে জানা গিয়েছে
গুয়াহাটি :

নাগরিক তালিকা থেকে বাদ পড়া অসমের ৪০ লাখ নাগরিকের মধ্যে মাত্র সাড়ে  তিন লক্ষ মানুষ দাবি করেছেন তাঁরা ভারতীয় নাগরিক। নিজেদের দাবির সমর্থনে  নথিপত্রও জমা দিয়েছেন তাঁরা। চূড়ান্ত খসড়া প্রকাশের আড়াই মাস বাদে এমনটাই  হয়েছে বলে  রবিবার জানা  গিয়েছে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের নাম  তালিকায় আছে  এই  মর্মে অভি্যোগ করে দায়ের হওয়া আবেদনপত্রের  সংখ্যা একশোরও কম। কেন এত কম সংখ্যায় আবেদন জমা পড়ল তা নিয়ে আজ  দিল্লিতে একটি বৈঠকও হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গুবা, আইবির অধিকর্তা রাজীব জৈন থেকে  শুরু করে আরও কয়কেজনের উপস্থিতিতে এই বৈঠকটি হয়।                

নাগরিক তালিকা থেকে বাদ পড়া বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক নেই, জানাল বাংলাদেশ

চূড়ান্ত খসড়া তালিকা  প্রকাশিত হয় জুলাই মাসের  ৩০ তারিখ। তাতে  ২ কোটি ৯০ লাখ নাম বাসিন্দার নাম ছিল। মানে  অসমের জনসংখ্যার ৪০ লাখ বাদিন্দাকে নাগরিক তালিকার খসড়া  থেকে বাদ দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে  ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে আদালত বলেছে কেন্দ্রীয় সরকারের দেওয়া  দশটি  তথ্যের মধ্যে  যে কোনও  একটি  দিয়েই আবেদন করা  যাবে।

Advertisement
Advertisement