This Article is From Mar 02, 2020

দিল্লি হিংসা নিয়ে সংসদে তুলকালাম! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, দেখুন ১০টি তথ্য

বিরোধী সাংসদরা দিল্লি হিংসার উপর আলোচনা চেয়ে উভয় কক্ষকে নোটিশ পাঠিয়েছে। এই হিংসার জেরে মৃত বেড়ে ৪৬।

দিল্লি হিংসা নিয়ে সংসদে তুলকালাম! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, দেখুন ১০টি তথ্য

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৩ এপ্রিল শেষ হবে। (ফাইল)

হাইলাইটস

  • দিল্লি হিংসার প্রসঙ্গে সংসদে তুলকালাম বিরোধীদের
  • প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ কংগ্রেস-আপের
  • সোমবার থেকে শুরু হলে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব
নয়া দিল্লি: সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হল সোমবার থেকে। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। 

এখানে রইল ১০'টি তথ্য:

  1. বিরোধী সাংসদরা দিল্লি হিংসার উপর আলোচনা চেয়ে উভয় কক্ষকে নোটিশ   পাঠিয়েছে। এই হিংসার জেরে মৃত বেড়ে ৪৬।  
     

  2. রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ দাবি করেন, "চারদিন ব্যাপী দিল্লি হিংসার   সময় ঘুমিয়ে ছিল কেন্দ্রের সরকার। এ বিষয়ে সংসদে বক্তব্য রাখুন প্রধানমন্ত্রী। অবিলম্বে ইস্তফা দিন অমিত শাহ।"
     

  3. সংসদের উচ্চকক্ষের চেয়ারমেন বেঙ্কাইয়া নাইডু বলেছেন, অবশ্যই এটা আলোচনার বিষয়। তাই আমি আলোচনার জন্য   সময় স্থির করব। কিন্তু আমাদের এখন প্রধান লক্ষ্য, পরিস্থিতি স্বাভাবিক করা। আমাদের দেখা উচিত কোন পথে   স্বাভাবিক করা যায় পরিস্থিতি তারপরেই আলোচনা করে ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে শপথ নেব। 
     

  4. যদিও এই হিংসা নিয়ে বিবৃতি দিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি চান সংসদের রীতি মেনেই বিষয়টা উত্থাপিত হোক। এমনই  দাবি একটা সূত্রের। 
     

  5. এদিন পৃথকভাবে গান্ধি-মূর্তির পাদদেশে ধর্নায় বসে আপ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। প্রত্যেকের দাবি ছিল, দিল্লি হিংসা নিয়ে প্রশ্নের জবাব দিক সরকার। 
     

  6. দুই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর মহুয়া মৈত্র, গান্ধিজির তিন বাঁদরের আদলে সংসদকক্ষের বাইরে প্রতিবাদ  দেখান।তাঁদের চোখ কালো কাপড়ে ঢাকা ছিল আর ঠোঁটে ছিল আঙুল।
     

  7. কংগ্রেস সাংসদ শশী থারুর, রাহুল গান্ধি ও অধীর চৌধুরীকে দেখা গিয়েছে প্রতিবাদস্থলে প্ল্যাকার্ড হাঁতে দাঁড়িয়ে থাকতে। সেই প্ল্যাকার্ডে দাবি উঠেছিল, অবিলম্বে পদত্যাগ করুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
     

  8. বিজেপির বিরুদ্ধে "মুর্দাবাদ" স্লোগান তুলতে দেখা গিয়েছে আপ সাংসদ সঞ্জয় সিং, ভগবান মান, এনডি গুপ্তা ও সুশীল  গুপ্তাকে। 
    |
     

  9. সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হল সোমবার থেকে। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। |
     

  10. সারোগেসি বিল ছাড়াও, সংস্কারের স্বার্থে আরও একগুচ্ছ বিল সংসদে পেশ করার সম্ভাবনা এই পর্বে।



Post a comment
.