This Article is From Oct 26, 2018

ভোটের আগে ফোনে আড়ি পাতার অভিয‌োগ তেলেঙ্গানার বিরোধী নেতাদের

বিধানসভা নির্বাচনের আগে ফোনে আড়ি পাতা নিয়ে শোরগোল পড়ে গেল তেলেঙ্গানার রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলির নেতারা দাবি করলেন, তাঁদের ফোনে আড়ি পাতা হচ্ছে।

ভোটের আগে ফোনে আড়ি পাতার অভিয‌োগ তেলেঙ্গানার বিরোধী নেতাদের

অভিযোগ অস্বীকার তেলেঙ্গানা সরকারের।

হায়দরাবাদ:

বিধানসভা নির্বাচনের আগে ফোনে আড়ি পাতা নিয়ে শোরগোল পড়ে গেল তেলেঙ্গানার রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলির নেতারা দাবি করলেন, তাঁদের ফোনে আড়ি পাতা হচ্ছে। এছাড়া, তল্লাশি চালানো হচ্ছে তাঁদের গাড়িতেও। যদিও, ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী  এই অভিযোগগুলি অস্বীকার করেছেন।  "আমাদের কাছে নিশ্চিত খবর আছে যে, ওঁরা আমাদের ফোনে আড়ি পাতছেন। আমরা জানতে পেরেছি তাঁরা (সরকার) শুধু ফোনে আড়ি পাতা নয়, হোয়াটসঅ্যাপে কল করলেও তা শুনে নিচ্ছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে", দাবি করেন তেলেঙ্গানা জনসমিতির সভাপতি এম কোদান্দারাম। 

 

" গোয়েন্দা দফতরের কর্তারা এই কথা জানিয়েছেন। আগে তাঁরা বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ মানুষের ফোনে আড়ি পাততেন। এখন পুরো চিত্রটাই বদলে গিয়েছে। এই ধরনের কাজের আমরা তীব্র বিরোধিতা করছি", সংবাদমাধ্যমকে বলেন তিনি। 

 

তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডিও বুধবার অভিযোগ করেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও অবৈধভাবে তাঁদের ফোনে আড়ি পাতছেন এবং এই ঘটনাটির বিরুদ্ধে তাঁরা নালিশ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছেও।

.