This Article is From Dec 13, 2018

ওড়িশা লেকচারার পরীক্ষা: কাট অফ মার্কস ও উত্তরপত্র প্রকাশিত

opsc.gov.in এই সাইট থেকে পরীক্ষার্থীরা কাট অফ মার্কস ও উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন

ওড়িশা লেকচারার পরীক্ষা: কাট অফ মার্কস ও উত্তরপত্র প্রকাশিত

ওপিএস লেকচারার পরীক্ষার কাট অফ মার্কস ও উত্তরপত্র কী ভাবে দেখবেন

নিউ দিল্লি:

ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (ওপিএসসি) সেখানকার ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজে ২২৪ টি সিটে নিয়োগের জন্য লেকচারার পরীক্ষার  কাট অফ মার্কস প্রকাশ করল। ওড়িশা টেকনিক্যাল ইন্সটিটিউশন ও ট্রেনিং সার্ভিস ক্যাডারের নিয়োগের জন্য ওপিএসসি লিখিত পরীক্ষায় নির্বাচিতদের ইন্টারভিউয়ে ডাকবে। এ বার ফাইনাল মেরিট তালিকা ও ইন্টারভিউ তালিকার কাট অফ মার্কস প্রকাশিত হল। পৃথক ভাবে সব বিষয়ের উত্তরপত্রও প্রকাশিত হয়েছে। পরীক্ষা হয়েছিল জুন এবং সেপ্টেম্বরে। ওপিএসসি জানুয়ারিতে রিক্রুটমেন্টের নোটিস দিয়েছিল।

রাহুল গান্ধি বলছি, রাজ্যে কার নেতা হওয়া উচিত, মুখ্যমন্ত্রী বাছতে কর্মীদের মত চাইলেন সভাপতি

অন্যদিকে দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আবার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য লিখিত পরীক্ষা নেবে ২৩ ডিসেম্বর। প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী রেজিস্টার করেছেন বলে ওপিএসসি-র তরফে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে।

Download Cut Off Marks, Answer Keys

গ্রুপ বি-এর মোট ৫০০ ফাঁকা পদের জন্য নিয়োগ হবে বলে ওড়িশা সেক্রেটারিয়েট সার্ভিসের তরফে জানানো হয়েছে।

লিখিত পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৩৩টি এলাকায়। শীঘ্রই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

চাকরির আরও খবর জানতে এখানে দেখুন Jobs News

.