This Article is From Dec 29, 2019

‘‘আমাদের বাড়িতে আগুন লেগেছে’’: বর্ষশেষে গ্রেটা থুনবার্গের টুইট

সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সম্প্রতি ‘টাইম পত্রিকা'র ‘পার্সন অফ দ্য ইয়ার' হয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নেত্রী ন্যান্সি পেলোসিকে হারিয়ে সে এই সম্মান‌ পায়। 

‘‘আমাদের বাড়িতে আগুন লেগেছে’’: বর্ষশেষে গ্রেটা থুনবার্গের টুইট

গোটা পৃথিবীর পরিবেশ আন্দোলনেরই মুখ হয়ে উঠেছে গ্রেটা থুনবার্গ।

সুইডেনের (Swedish) পরিবেশ আন্দোলনের মুখ পরিবেশকর্মী কিশোরী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) গোটা পৃথিবীর পরিবেশ আন্দোলনেরই মুখ হয়ে উঠেছে। ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম'-এ তার বিখ্যাত বক্তৃতার পর থেকেই সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে গ্রেটা। ২০১৯ শেষ হওয়ার ঠিক আগে সে আরও একবার সকলকে মনে করিয়ে দিল পরিবেশ দূষণের ছোবলে কতটা বিপদে পড়েছে আমাদের নীল রঙের এই গ্রহ। সে টুইট করে জানিয়েছে, ‘‘আমাদের বাড়িতে আগুন লেগেছে।'' ইংরেজির পাঁচটি শব্দে সে প্রকাশ করেছে ২০১৯ সালের এই পরিস্থিতিকে।

ষোলো বছরের কিশোরী প্রথম সকলের নজের আসেন জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য পেশের পরে। সে বলেছিল, ‘‘এমন ভাবে পদক্ষেপ করুন যেন বিপদে পড়েছেন। আমি চাই আপনারা এমন ভাবে পদক্ষেপ করুন যেন আমাদের বাড়িতে আগুন লেগেছে। কেননা সেটাই হয়েছে।''

সে আরও জানিয়েছিল, ‘‘বড়রা বলবে, আমরা তরুণ প্রজন্মকে আশা দেব। কিন্তু আমি আপনাদের আশা চাই না। আমি চাই ন‌া আপনারা আশাবাদী হোন। আমি চাই আপনারা আতঙ্কিত হোন। আমি রোজ যেটা অনুভব করি, চাই আপনারাও সেটা অনুভব করুন। এবং চাই তারপর আপনারা পদক্ষেপ করুন।''

সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সম্প্রতি ‘টাইম পত্রিকা'র ‘পার্সন অফ দ্য ইয়ার' হয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নেত্রী ন্যান্সি পেলোসিকে হারিয়ে সে এই সম্মান‌ পায়। 

.