This Article is From Jul 25, 2019

ব্যাগ থেকে নয়, বীরভূমে মহিলার পেট থেকে বেরলো ১.৫ কেজি গয়না ও কয়েন

২৬ বছরের যুবতীর পাকস্থলীর মধ্যে থেকে মিলল ৫ টাকা ও ১০ টাকার ৯০টি কয়েন, মিলল নাকছাবি, কানের দুল, গলার হার, ঘড়ি সহ বহু জিনিস

ব্যাগ থেকে নয়, বীরভূমে মহিলার পেট থেকে বেরলো ১.৫ কেজি গয়না ও কয়েন

পশ্চিমবঙ্গে মহিলার পেট থেকে বেরলো ১.৫ কেজি গয়না ও কয়েন

রামপুরহাট:

ভাবুন একবার সেই চিকিৎসকদের কথা যাঁরা এক যুবতীর পেট কেটে তাঁর পাকস্থলী থেকে বের করলেন দেড় কেজির ওপর সোনা ও একগাদা কয়েন। বুধবার বীরভূম জেলার এক সরকারি হাসপাতালে মানসিক ভাবে অসুস্থ ওই মহিলার পেটে অস্ত্রোপচার চালিয়ে সেগুলি (Jewellery found in woman's stomach) উদ্ধার করেছেন হাসপাতালের চিকিৎসকরা। ২৬ বছরের ওই মহিলা ভর্তি ছিলেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাব কলেজ ও হাসপাতালে। সেখানেই অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বের করা হয় ৫ ও ১০ টাকার ৯০টি কয়েন (coin) এবং প্রচুর সোনার গয়না (gold jewellery) ও হাতঘড়ি। “আমরা ওই মহিলার পাকস্থলী থেকে ৯০টি কয়েন বের করেছি”, জানিয়েছেন ওই সরকারি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সিদ্ধার্থ বিশ্বাস। তবে গয়নাগুলির মধ্যে সোনা ছাড়াও কিছু অন্য ধাতুর তৈরি গয়নাও ছিল, জানিয়েছেন তিনি।

দু'টো কলার দাম ৪৪২ টাকা! পাঁচতারার বিল মেটাতে গিয়ে তাজ্জব অভিনেতা রাহুল বোস

ওই যুবতীর মায়ের কথা অনুযায়ী, তিনি অনেকদিন ধরেই দেখছিলেন যে ঘরের গয়নাগুলো (gold jewellery)  কোথায় হাপিশ হয়ে যাচ্ছিল। “আমার মেয়ের মানসিক অবস্থা ঠিক নয়। কিছুদিন ধরেই ও কিছু খেলেই বমি হয়ে যাচ্ছিল”, জানান ওই যুবতীর মা। তাঁর ভায়ের দোকান থেকেই ওই কয়েনগুলো (coin) নিয়ে খেয়েছিল যুবতীটি, একথাও জানান তিনি। “আমরা লক্ষ্য করেছিলাম যে গয়নাগুলো কোথাও উধাও হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা এ বিষয়ে ওকে জিজ্ঞেস করলেই ও কান্নাকাটি জুড়ে দিত”, বলেন মানসিক ভারসাম্যহীন ওই যুবতীর মা।

“আমরা ওর দিকে খেয়াল রাখার চেষ্টা করতাম। কিন্তু কি করে যেন সবার নজর এড়িয়ে ওগুলো গিলে ফেলেছে ও। গত দু'মাস ধরেই ওর শরীরটা ভাল যাচ্ছিল না। আমরা তাঁকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু দেখতাম তাঁদের ওষুধেও কিছু কাজ হচ্ছিল না ওর”, বলেন তাঁর মা।

প্রতিবেশীর কুকুরের সঙ্গে “অবৈধ সম্পর্ক”! পোষা কুকুরকে পরিত্যাগ করল মালিক

এরপরেই ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। প্রায় সপ্তাহ খানেক সময় ধরে নানান পরীক্ষা-নিরিক্ষা করা হয় ওই মহিলাকে। পরে যখন চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচার করেন তখন তাঁরা দেখতে পান ওই মহিলার পাকস্থলীতে ওই গয়না (Jewellery found in woman's stomach) ও কয়েন (coin) রয়েছে।  

.