This Article is From Feb 19, 2020

খনির বিস্ফোরণে বাড়িতে ফাটল! পুনর্বাসন চেয়ে আমরণ অনশনে বাঁকুড়ার শতাধিক মানুষ

কয়লাখনির বিস্ফোরণে বাড়িতে ফাটল, বিপজ্জনক পরিস্থিতি। এবার ওই অভিযোগে আমরণ অনশনে বসলেন বাঁকুড়ার বড়জোড়ার শতাধিক গ্রামবাসী

খনির বিস্ফোরণে বাড়িতে ফাটল! পুনর্বাসন চেয়ে আমরণ অনশনে বাঁকুড়ার শতাধিক মানুষ

কয়লাখনির বিস্ফোরণে বাড়িতে ফাটল, বিপজ্জনক পরিস্থিতি। এবার ওই অভিযোগে আমরণ অনশনে বসলেন বাঁকুড়ার বড়জোড়ার শতাধিক গ্রামবাসী। (ফাইল চিত্র)

বাঁকুড়া:

কয়লাখনির বিস্ফোরণে (Coal Mine Blast) বাড়িতে ফাটল, বিপজ্জনক পরিস্থিতি। এবার ওই অভিযোগে আমরণ অনশনে বসলেন বাঁকুড়ার বড়জোড়ার শতাধিক গ্রামবাসী। প্রতিবাদীদের মধ্যে বয়স্করা আছেন বলে খবর। জানা গিয়েছে, বড়জোড়ার (Borjora Block of Bankura) মনোহর গ্রামের অদূরে একটা কয়লা খনি আছে। সেই খনিতে কাজের সুবিধায় ডিটোনেটর বিস্ফোরণ ঘটানো হয়। আর সেই বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গ্রামের প্রায় ১৫০-র বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। কিছু বাড়ির দেওয়াল ধসে পড়ার সম্ভাবনাও জোরাল। তাই অবিলম্বে বাড়ি সংস্কার ও পুনর্বাসনের দাবি নিয়ে সোমবার থেকে অনশনে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা।

তাপস পালকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, কেওড়াতলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজন

এক প্রতিবাদীর দাবি, "বড়জোড়া নর্থ কোলিয়ারির বিস্ফোরণে জেরবার মনোহর গ্রামের বাসিন্দারা। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের মালিকানাধীন ওই কয়লা খনি। সেই সংস্থাকে একাধিক বার দেওয়ালে ফাটল প্রসঙ্গে অবগত করেয়া হলেও, তারা নিষ্ক্রিয়। তাই আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি।" যদিও এ বিষয়ে রাজ্য ওই বিদ্যুৎ বণ্টন সংস্থা কোনও মন্তব্য করেনি। কিন্তু স্থানীয় বিডিও ভাস্কর রায় বলেন, "খনির বিস্ফোরণের কারণে ওই ফাটল হয়নি। আমার কাছে জমা পড়া তদন্ত রিপোর্টে সেই উল্লেখ করা আছে। ওই গ্রাম খনি এলাকার অন্তর্গত নয়। তাই পুনর্বাসনের কোনও প্রশ্ন নেই।" 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.