কলকাতা:
রাজ্যের দক্ষিণ 24 পরগণা জেলার কেন্দ্রীয় বাহিনী কর্তৃক কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ সকাল 07 টায় মহেশতলা আসনে উপনির্বাচন শুরু হয়েছিল, প্রথম দুই ঘণ্টার মধ্যে 15 শতাংশ ভোট পড়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
283 টি বুথের ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6 টা পর্যন্ত।নির্বাচন কমিশন রমজানের কথা মাথায় রেখে সময় এক ঘন্টা বাড়িয়ে দিয়েছেন।
রাজ্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল দাস, বিজেপি মনোনীত সুজিত ঘোষ ও বামফ্রন্টের সিপিআই (এম) প্রার্থী সওগাত চৌধুরীর মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের এমএলএ কস্তুরী দাসের মৃত্যুর জন্য এই উপনির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)