ভারতীয় সেনা পাকিস্তানের এই অকারণ হিংসাত্মক পদক্ষেপের পরেও সংযম দেখানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে ভারত।
হাইলাইটস
- পাকিস্তানের নিন্দায় সরব ভারত
- এবছর পাকিস্তান ২,০৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে
- ভারতীয় সেনা পাকিস্তানের হিংসাত্মক পদক্ষেপের পরেও সংযম দেখিয়েছে
নয়াদিল্লি: এবছর পাকিস্তান (Pakistan) ২,০৫০ বার যুদ্ধবিরতি (Ceasefire Violations) লঙ্ঘন করেছে। এর ফলে ২১ জনের মৃত্যু হয়েছে। রবিবার কেন্দ্র একথা জানিয়েছে। ২০০৩ সালের যুদ্ধবিরতি মেনে চলার জন্য আবারও পাকিস্তানের কাছে আবেদন জানিয়েছে ভারত। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের (UN) বৈঠকে কাশ্মীর ইস্যুর বিরোধিতা করেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে পাকিস্তানের অভিযোগ উড়িয়ে গিয়ে ভারত জানিয়েছে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সরকারের তরফে জানানো হয়, ‘‘আমরা আমাদের উদ্বেগের কথা জানাতে চাই পাক সেনার অকারণ যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে। এছাড়া আন্তঃসীমান্ত জঙ্গি অনুপ্রবেশ এবং ভারতীয় নাগরিক ও সীমান্তের ছাউনিতে আক্রমণে মদত দেওয়া।''
দেশে চলছে ‘অতি জরুরি অবস্থা', মোদি সরকারকে আক্রমণ মমতার
মুখপাত্র বলেন, ‘‘এবছর ওরা ২,০৫০ বারেরও বেশিবার অকারণে যুব্ধবিরতি লঙ্ঘন করেছে, যাতে ২১ জন ভারতীয় নাগরিকদের মৃত্যু হয়েছে। আমরা বারবার পাকিস্তানকে বলেছি ২০০৩ যুদ্ধবিরতি সমঝোতা মেনে তাদের সেনাদের নিয়ন্ত্রণ করতে এবং সীমান্তরেখা ও আন্তর্জাতিক সীমান্তরেখায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে।''
পাশাপাশি এও জানানো হয়, ভারতীয় সেনা পাকিস্তানের এই অকারণ হিংসাত্মক পদক্ষেপের পরেও সংযম দেখানোর চেষ্টা করেছে।
“দিশাহীন”, “লোকদেখানো” কাজ নির্মলা সীতারামনের, প্রতিক্রিয়া কংগ্রেসের
গত সপ্তাহে পাকিস্তান বারবার চেষ্টা করেছে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে ভারতকে জম্মু ও কাশ্মীর ইস্যুতে চাপে ফেলতে।
পাক মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দাবি করেন কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ভারত পাল্টা জানায়, পাকিস্তানের কোনও অধিকার এনিয়ে কথা বলার। তাদের অভিযোগও মিথ্যে। এই মঞ্চে রাজনীতি করার চেষ্টাতেই তাদের এমন দাবি বলে জানায় ভারত।
পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন করছে দাবি জানিয়ে ভারত বলে, সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে কথা বললেও নিজেরাই সেটা নিয়ে ভাবিত নয় পাকিস্তান।