தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 11, 2018

আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি, উপড়ে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, ব্যহত ট্রেন ও বিমান পরিষেবা

Titli Cyclone Updates: ভোরেই ওড়িশায় আছড়ে পড়ল  ঘূর্ণিঝড় তিতলি।  সূত্র বলছে  ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়।

Advertisement
অল ইন্ডিয়া Posted by (with inputs from PTI)

Highlights

  • ভোরেই ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি।
  • ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়
  • রাজ্যের বিভিন্ন জায়গায় এনডিআরএফের জওয়ানদের মোতায়েন করা হয়েছে
নিউ দিল্লি :

ভোরেই ওড়িশায় আছড়ে পড়ল  ঘূর্ণিঝড় তিতলি (Cyclone Titli)।  সূত্র বলছে  ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় (Cyclone Titli)। ইতিমধ্যেই  উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে লাখ তিনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে  যাওয়া  হয়েছে। পাশাপাশি ওড়িশার চার জেলায়  স্কুল কলেজ থেকে শুরু করে  অঙ্গনওয়ারি কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃতীয়া পর্যন্ত বৃষ্টির আশঙ্কা, চতুর্থী থেকে কাটবে মেঘ, বলছে আবহাওয়া দপ্তর

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার  গোপালপুর এবং  কলিঙ্গপট্টনমের মধ্যে প্রবল   বৃষ্টিপাতের আশঙ্কা। সেটাই ভাবাচ্ছ প্রশাসনকে।   

Advertisement

ভোরে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় , ওড়িশার পাঁচ জেলা থেকে বাসিন্দাদের নিরাপদস্থানে নিয়ে যাওয়া হল

আছড়ে পড়ার সময় গোপালপুরে  ঘূর্ণিঝড়ের (Cyclone Titli) গতিবেগ ছিল ঘণ্টায় 126 কিলোমিটার। আর কলিঙ্গপট্টনামে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায়  56  কিলোমিটার।এর জেরে  কয়েকটি জায়গায় গাছ থেকে শুরু করে বিদ্যুতের খুঁটি  উপড়ে গিয়েছে। গোপালপুর এবং ব্রহ্মপুরের মধ্যে সড়ক পরিবহণও ব্যহত হয়েছে। ট্রেন থেকে শুরু করে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গঞ্জাম, গজপতি, খুরদা, পুরী, জগৎসিংহপুরের মতো জেলার কালেক্টারদের উদ্ধার কাজ্বে গতি আনার নির্দেশ দিয়েছন।  পাশাপাশি সরকারি সূত্রে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে  বন্যা পরিস্থিতি তৈরি হলে তার  মোকাবিলা করতে সমস্ত রকম ব্যবস্থা থাকছে।  রাজ্যের বিভিন্ন জায়গায় এনডিআরএফের জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

Advertisement