কলকাতা: গত মে মাস থেকে বজ্রাঘাতে পশ্চিমবঙ্গে 60 -এর বেশি লোক মারা গেছে, এ কথা গতকাল রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরিষ্ঠ অধিকারী জানিয়েছেন।
সর্বশেষ যে দুর্ঘটনার খবর পাওয়া গেছে সেই অনুসারে, খাত্রার ডাহলা গ্রাম পঞ্চায়েতের ধীরেন্দ্র রায় (72) গত রাতে বজ্রাঘাতে মারা গেছেন বলে তিনি জানিয়েছেন।
''গত মে মাস থেকে 25 শে জুন পর্যন্ত, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে মৃতের সংখ্যা 66 '', বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, উত্তর বঙ্গে অধিক থেকে অধিকতর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমনকি বিভিন্ন এলাকায় সর্তকতা জারি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
PWD এবং সেচ বিভাগকেও এই বিষয়ে সর্তক থাকার আর্জি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের অধিকারির মতে দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনাও এই তালিকার বাইরে নয়।
''আগামী 24 ঘন্টার মধ্যে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর-এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।আমরা জেলা গুলিতে সতর্কতা জারি করেছি,'' জানিয়েছেন তিনি।
গত 24 ঘন্টার রেকর্ড অনুসারে মহানগরীতে বৃষ্টিপাতের পরিমান ছিল 162.2 এমএম।
''গত দশ বছরে জুন মাসে শহরে এত বৃষ্টি দেখা যায়নি।'' উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় বেশি বৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
গত 24 ঘন্টায় দার্জিলিং-এ বৃষ্টিপাতের পরিমান ছিল 169.5 এমএম, অন্যদিকে মেদিনীপুরে
31.4 এমএম, মালদায় 18.2 এমএম, কৃষ্ণনগরে 22.6 এমএম এবং পুরুলিয়ায় 21.0 এমএম বৃষ্টি হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)