দেশে সংক্রমণে মৃত বেড়ে প্রায় ৪৯ হাজার।
নয়াদিল্লি:
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৬৩ হাজার (Covid-19 in India)। এই সংখ্যা ধরে মোট সংক্রমিত ২৫ লক্ষ ৮৯ হাজার। রবিবার সকালে এই পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে, দৈনিক সংক্রমণের (Daily surge) হার গত দুদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে ম। সংবাদমাধ্যমকে জানিয়েছে মন্ত্রকের একটা সূত্র। কমেছে দৈনিক বিচারে মৃতের সংখ্যাও। দেশে এখনও পর্যন্ত মৃত প্রায় ৪৯ হাজার। বিশ্ব সংক্রমণের বিচারে ভারত তিন নম্বরে। প্রথম দুইয়ে ইউএস এবং ব্রাজিল (Covid-19 in US-Brazil)।
দেশে মোট সংক্রমিত প্রায় ২৬ লক্ষ, দেখুন দশ তথ্য:
গত ১২ দিনে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বে প্রথম ভারত। গড়ে ৬০ হাজারের ওপর সংক্রমণ দেখেছে দেশ। মোট সংক্রমণের নিরিখে বিশ্বে তিন নম্বর ভারত। প্রথম দুয়ে ইউএস, ব্রাজিল
দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮.৬২ লক্ষ মানুষ। সুস্থতার হার বেড়েছে ৭১.৯১%। শনিবার পর্যন্ত এই হার ছিল ৭১.৬%
প্রতি লক্ষে দেশে সুস্থ হচ্ছেন ৮.৫০%। শুক্রবার পর্যন্ত এই হার ছিল ৭.৪৮%
সর্বাধিক সংক্রমণের বিচারে প্রথম পাঁচে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ
মহারাষ্ট্রে মোট সংক্রমিত ৫ লক্ষ ৮৪ হাজার। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক
লালকেল্লার ভাষণ থেকে শনিবার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে তিনটি টিকার ট্রায়াল চলছে। গণ টিকাকরণের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে সরকার
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অশ্বিনীকুমার চৌবে বলেছেন, টিকি বাজারে এলে আগে করোনা যোদ্ধাদের দেওয়া হবে
রাজ্য হিসেবে বিহার দেশে এক লক্ষ সংক্রমণের মাত্রা ছাড়ালো
এদিকে, রাশিয়া স্পুটনিক টিকার গণউৎপাদনে শুরু করেছে। চলতি মাসের শেষে কিছু সংখ্যাক টিকা বাজারে আসবে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি
গোটা বিশ্বে সংক্রমিত ২ কোটি ১৪ লক্ষ। মৃত সাড়ে সাত লক্ষ
Post a comment