This Article is From Dec 27, 2018

আচমকা আগুন লেগে গেল মেট্রোতে, ধোঁয়ায় অসুস্থ ১৬ জন যাত্রী

ধোঁয়ায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়েও পড়েন।  তাঁদের মধ্যে  অনেকেই প্রবীণ।একটি সূত্রের খবর ১৬ জন যাত্রী অসুস্থ হয়ে  পড়েছেন।

কলকাতা মেট্রোতে আগুন, অসুস্থ ১১ জন

হাইলাইটস

  • ব্যস্ত সময়ে পাতাল-পথে আগুন আতঙ্ক
  • ময়দান স্টেশনে ঢোকার মুখে দমদমগামী মেট্রোতে আগুন লেগে যায়
  • খুবই অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে দাবি মেট্রো কর্তাদের
কলকাতা:

ফের আগুন মেট্রোতে। সেই আগুনের সঙ্গেই এলো আতঙ্ক। ময়দানে স্টেশনে ঢোকার মুখে দমদমগামী একটি এসি  মেট্রোর প্রথম কোচে আচমকা আগুন লেগে যায়। ধোঁয়ায় বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়েও পড়েন।  তাঁদের মধ্যে  অনেকেই প্রবীণ।একটি সূত্রের খবর ১৬ জন যাত্রী অসুস্থ হয়ে  পড়েছেন। তাঁদের বের করে  নিয়ে   আসা হয়। মেট্রোর তরফে  দাবি করা হয়েছে কিছুটা সময়ের মধ্যেই আগুন  নিভে গিয়েছে। জলের সাহায্যে আগুন নিভিয়ে দেওয়া হয়  বলে জানানো হয়েছে।  যাত্রীদের অকারণে আতঙ্কিত হতেও বারণ করা  হয়েছে। ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  ঘটনাস্থলে পৌঁছেছে  পুলিশ ও দমকল  বাহিনী।  কাজ করেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এদিকে ঠিক কী  কারণে এই ঘটনা ঘটল তা  স্পষ্ট  নয় এখনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা খতিয়ে  দেখা হবে। সুড়ঙ্গের মধ্যে  ধোঁয়া দেখতে পাওযায় স্বভাবতই যাত্রীরা বেশি আতঙ্কিত হয়ে পড়েন।  

"কোনও হতাহতের ঘটনা ঘটেনি, সেটা একটা ভালো ব্যাপার। আমরা আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকলকে খবর দিই। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তাঁদের সঙ্গে আগুন নেভানো ও যাত্রীদের উদ্অধারের কাজে হাত লাগান মেট্রো কর্মীরাও", বলেন মেট্রোরেলের পদস্থ কর্তা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেস ও এআইএডিএমকে সভা ছেড়ে বেরোনোর পর তিন তালাক বিল পাশ হল লোকসভায়ঃ ১০ টি তথ্য়

 পাতাল পথে আগুন আতঙ্ক কলকাতার  নাগরিকদের কাছে খুব নতুন ঘটনা নয়।  কয়েক বছর আগেও একবার দিনের ব্যস্ত সময়ে পার্ক স্ট্রিট স্টেশনে একই ঘটনা ঘটেছিল। সেবারও অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ।

 সন্ধ্যা  সাড়ে ছ'টার পর থেকে  ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মেট্রো চলাচলও  শুরু করে দেওয়া হয়।  প্রথমে  সেন্ট্রাল স্টেশন থেকে  দমদম এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত মেট্রো চলাচল আরম্ভ হয়।

এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রেকগুলি ঝা"-চকচকে করার দিকে একটু কম নজর দিয়ে মেট্রোর ন্যূনতম সুরক্ষাব্যবস্থা ঠিক করার দিকে নজর দিক কর্তৃপক্ষ, এমন দাবিও করেন অনেকে।

                                                                                                                        

.