Read in English
This Article is From Dec 27, 2018

জিএসটির ব্যাপারে অবস্থান বদল করায় কেন্দ্রকে তোপ চিদাম্বরমের

জিএসটি প্রসঙ্গে আরও একবার কেন্দ্রের মোদী সরকারকে বাক্য বাণে বিদ্ধ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

Advertisement
অল ইন্ডিয়া

মোট ২৩ পণ্যের উপর থাকা জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ বা ৫ শতাংশ করা হয়েছে।

Highlights

  • জিএসটি প্রসঙ্গে আবারও তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
  • জিএসটি নিয়ে মোদী সরকার নিজেদের অবস্থান পরিবর্তন করছে
  • এই বিষয়টিকে নিশানা করে একাধিক টুইট করেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা
নিউ দিল্লি:

জিএসটি প্রসঙ্গে আরও একবার কেন্দ্রের মোদী সরকারকে বাক্য বাণে বিদ্ধ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। জিএসটি নিয়ে মোদী সরকার নিজেদের অবস্থান পরিবর্তন করছে বলে বুধবার তিনি দাবি করেন। এ প্রসঙ্গে একাধিক টুইটও করেন তিনি। তিনি লেখেন, একদিন আগে পর্যন্ত একই হারে জিএসটি মোদী সরকারের কাছে ছিল বোকামির নামান্তর আর আজ সেটাই কেন্দ্রের ঘোষিত লক্ষ্য। এই মন্তব্যের একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট আছে। তা হল মাত্র কয়েকদিন আগে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠক হয়। সেখানে বেশ কয়েকটি পণ্যের উপর থাকা জিএসটি  কমানোর সিদ্ধান্ত হয়। মোট ২৩ পণ্যের উপর থাকা জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ বা ৫ শতাংশ করা হয়েছে।  

জোট শরিকদের নিয়ে সমস্যা মেটাতে বিকল্প রাস্তা খুঁজছে বিজেপি, ইঙ্গিত রাম মাধবের

এর পাশাপাশি অর্থমন্ত্রী অরুণ জেটলি সোমবার জানান সমস্ত পণ্যের উপর থাকা জিএসটিকে আরও সরল করার চেষ্টা হচ্ছে। প্রতিটি পণ্যের উপর ১২ থেকে  ১৮ শতাংশ বা তার মাঝামাঝি কোনও একটা হারে জিএসটি বসানো যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। এটাকে নিশানা করেই চিদাম্বরম বলেন, ‘একদিন আগে পর্যন্ত একই হারে জিএসটি মোদী সরকারের কাছে ছিল বোকামির নামান্তর আর আজ সেটাই কেন্দ্রের ঘোষিত লক্ষ্য। একদিন আগে পর্যন্ত কংগ্রেসের প্রস্তাবিত ১৮ শতাংশ হারে জিএসটি বসাতে কেন্দ্রের আপত্তি ছিল, এখন আর নেই। একদিন আগে  পর্যন্ত মুখ্য আর্থিক উপদেষ্টার সুপারিশ করা ১৫ শতাংশ জিএসটি বসানোর প্রস্তাব ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল আর আজ সেটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।'

Advertisement

 

Advertisement