This Article is From Aug 16, 2019

প্রধানমন্ত্রীর ঘোষণার প্রশংসায় চিদাম্বরম, স্বাগত মোদির তিন ঘোষণাকে

বর্ষীয়ান কংগ্রেস নেতা চিদাম্বরম শুক্রবার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‌স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে উল্লিখিত তিনটি বিষয়ের।

প্রধানমন্ত্রীর ঘোষণার প্রশংসায় চিদাম্বরম, স্বাগত মোদির তিন ঘোষণাকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি ঘোষণার ভূয়সী প্রশংসা করলেন চিদাম্বরম

হাইলাইটস

  • সম্পদ নির্মাতাদের প্রসঙ্গে মোদি বলেন, সম্পদ সৃষ্টি মহৎ জাতীয় কর্তব্য
  • ‘‘প্রথম ও তৃতীয় পরামর্শগুলি নিয়ে সাধারণ মানুষকে আন্দোলন করতে হবে''
  • ৭৩তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি:

বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) শুক্রবার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‌স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে দেওয়া ভাষণে উল্লিখিত তিনটি বিষয়ের। এই তিনটি বিষয় হল জনবিস্ফোরণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সম্পদ নির্মাতাদের সম্মান। তিনি টুইট করে লেখেন, ‘‘আমাদের সকলেরই উচিত প্রধানমন্ত্রীর স্বাধীন‌তা দিবসে করা তিনটি ঘোষণাকে স্বাগত জানানো। ছোট পরিবার দেশাত্মবোধক দায়িত্ব, সম্পদ নির্মাতাদের সম্মান এবং সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।'' প্রাক্তন অর্থমন্ত্রী আরও জানান, ‘‘এই তিন ঘোষণার মধ্যে আমি আশা করি অর্থমন্ত্রী এবং তাঁর অধীনস্থ কর আধিকারিকরা প্রধানমন্ত্রীর দ্বিতীয় পরামর্শটি পরিষ্কার ও জোরালো ভাবে শুনতে পেয়েছেন।''

তিনি আরও লেখেন, ‘‘প্রথম ও তৃতীয় পরামর্শগুলি নিয়ে সাধারণ মানুষকে আন্দোলন করতে হবে। শয়ে শয়ে সেচ্ছাসেবী সংস্থা রয়েছে যারা আন্দোলনটাকে তৃণমূল স্তরে নিয়ে যেতে পারবে।''

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ: সেরা দশ উদ্ধৃতি

বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জনবিস্ফোরণ পরবর্তী প্রজন্মের জন্য বহু সমস্যার জন্ম দেবে।

তিনি বলেন, ‘‘কিন্তু এমন সজাগ মানুষরাও আছেন, যাঁরা পৃথিবীতে সন্তানকে নিয়ে আসার আগে ভেবে দেখেন, তাঁরা ওই সন্তানের প্রতি ন্যায় করতে পারবেন কিনা। সেই সন্তান যা চাইবে তা তাঁরা দিতে পারবেন কিনা। তাঁদের ছোট পরিবার এবং তাঁরা দেশে প্রতি দেশাত্মবোধ প্রকাশ করছেন। এঁদের থেকে শিখুন। সামাজিক সচেতনতার প্রয়োজন রয়েছে।''

Independence Day 2019: স্বাধীনতা দিবসে সমালোচকদের জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি: বিদেশী সংবাদমাধ্যম

সম্পদ নির্মাতাদের প্রসঙ্গে মোদি বলেন, সম্পদ সৃষ্টি মহৎ জাতীয় কর্তব্য।

সিঙ্গল-ইউজ প্লাস্টিক পরিহার করার কথা বলতে গিয়ে মোদি জানান, এই প্লাস্টিক পরিবেশের পক্ষে বিপজ্জনক। তিনি জানান, ২ অক্টোবর থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন তাঁরা। 

.