নিউ দিল্লি: নির্বাচন কমিশন তাঁদের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তোলার পর রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং এবং নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমারের এক মুহূর্তও আর তাঁদের পদে থাকা উচিত নয়। শনিবার এই কথা বললেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরম। প্রসঙ্গত, এই দুজনের বিরুদ্ধেই নির্বাচন কমিশন মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। সেইদিকে ইঙ্গিত করেই আজ এই দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুক্রবার, কংগ্রেসের NYAY প্রকল্প সম্বন্ধে নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমারের মতামত নিয়ে নিজের অসন্তোষের কথা সাফ জানিয়ে দেয় নির্বাচন কমিশন। এছাড়া, নির্বাচন কমিশনের প্যানেল এই কথাও জানিয়েছিল যে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়ার কথা বলে রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহও মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন।
টুইটারে চিদম্বরম লেখেন, “রাজ্যপাল কল্যাণ সিংহ এবং নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। নির্বাচন কমিশনের ধমকের পর তাঁদের কোনও অধিকার নেই আর একদিন নিজেদের পদে থাকার”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)