জীবনের অর্ধেক সময় ধরেই ছবি আঁকছেন যোধাইয়া
শুরুর আসলে কোনও সময় হয় না। ভেতরের সেই তাগিদ মানুষকে ‘অসময়ে'ই অনেক কিছু করিয়ে নেয়। যেমন করিয়ে নিয়েছে যোধাইয়াকে দিয়ে। আদিবাসী মহিলা যোধাইয়া, বয়স ৮০! মধ্য প্রদেশের উমারিয়া জেলার (Umaria district Madhya Pradesh) ৮০ বছরের এই প্রৌঢ়ার শিল্পকর্ম এবার প্রদর্শিত হতে চলেছে বিদেশে। জীবনের অর্ধেক সময় ধরেই ছবি আঁকছেন যোধাইয়া (Jodhaiya Bai Baiga)। স্বামী মারা যাওয়ার পর মন ভালো রাখতে আর সংসারের হাল ধরতে আঁকতে শুরু করেছিলেন তিনি। তাঁর আঁকা ছবিই এখন ইতালির মিলানে একটি প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। মধ্য প্রদেশের লোরহা গ্রামের বাসিন্দা যোধাইয়া বাই বৈগা (Jodhaiya Bai Baiga) জানান, চার দশক আগে তাঁর জীবনসঙ্গীর মৃত্যুর পরে তিনি ছবি আঁকতে শুরু করেন।
বিশ্বে এই প্রথম! খনির মধ্যে হিরের ভেতর লুকিয়ে সচল হিরে!
শনিবার এএনআইকে তিনি বলেন, “আমি সব ধরণের প্রাণি এবং যা কিছু চোখে দেখি তাই আঁকি। ছবি আঁকার জন্য আমি ভারতের নানা অঞ্চল ঘুরেছি। আমি আঁকা ছাড়া এখন আর কিছুই করিনা। আমার জীবনসঙ্গী ৪০ বছর আগে মারা যান, তারপর থেকেই আমি আঁকতে শুরু করেছি। বেঁচে থাকার জন্য এবং পরিবারের যত্ন নেওয়ার জন্য আমাকে কিছু করতেই হত।”
যোধাইয়া বলেন, “আমি আনন্দিত যে আমার চিত্রকর্ম আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে।”
দুর্গাপুজোয় কেন বাজবে আজান? বেলেঘাটার পুজো নিয়ে প্রশ্ন তুলল হিন্দু জাগরণ মঞ্চ
তার শিক্ষক আশিষ স্বামী বলেন, “তাঁর ব্যথা এবং যন্ত্রণাকে পেছনে ফেলে রেখে সর্বদাই যোধাইয়া আঁকাতে মনোনিবেশ করেছেন। তাঁর চিত্রকর্ম ইতালিতে প্রদর্শিত হচ্ছে এবং আমি তাঁর জন্য সত্যিই খুশি, তবে আমার মনে হয় যোধাইয়ার আরও অনেক কিছু অর্জন করার রয়েছে।"
আশিষ আরও বলেন, “আদিবাসী সম্প্রদায়ের জন্য এটি একটি গর্বের মুহূর্ত, কারণ তাঁরা যথাযথ পড়াশোনার সুযোগ পায়নি। যোধাইয়ার এই সম্মান অন্যান্য সম্প্রদায়ের মানুষদের এগিয়ে আসতে এবং এই ধরণের কর্মকাণ্ডে লিপ্ত হতে অনুপ্রাণিত করবে।”
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more
trending news