তল্লাশি চালিয়ে বিপুল সাফল্য পেল ভারতীয় আর্মি
নয়াদিল্লি: গোয়েন্দা বাহিনীর নিশ্চিত খবর ছিল পাকিস্তানের (Pakistan) মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ (Amarnath) যাত্রাকে লক্ষ্য করে হামলা করতে চাইছে। শুক্রবার এই কথা জানাল ভারতীয় সেনা (Indian Army)। চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট কেজিএস ধিঁলো বলেন, ‘‘গত তিন-চার দিন ধরেই গোয়েন্দা বাহিনীর পাকা খবর ছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি বাহিনী ও পাক সেনা অমরনাথ যাত্রায় হামলা করতে পরিকল্পনা করছে। এই খবরের ভিত্তিতে চিরুনি তল্লাশি চালানো হয়েছিল ওই পথে। আমরা তল্লাশি চালিয়ে বিপুল সাফল্য পেয়েছি। ''
ওই আধিকারিক জানান, যাত্রাপথে তল্লাশি চালিয়ে আর্মি একটি ল্যান্ডমাইন উদ্ধার করেছে যাতে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। এছাড়াও টেলিস্কপিক ভিউ-এর ব্যবস্থাসম্পন্ন একটি এম-২৪ আমেরিকান স্নাইপার রাইফেলও মিলেছে।
কাশ্মীর নিয়ে কেবল পাকিস্তানের সঙ্গেই আলোচনা: ট্রাম্পের প্রস্তাবের জবাবে ভারত
সেনা ও পুলিশের তরফে একটি যুগ্ম সাংবাদিক সম্মেলন করা হয়। লেফটেন্যান্ট জেনারেল ধিঁলো বলেন, ‘‘যে মাইন ও আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তাতে পাকিস্তান আর্মির সরাসরি সংযোগের সন্ধান মিলেছে।''
ওই আধিকারিক জানিয়েছেন, আইইডি ও বোমার প্রবল আশঙ্কা ছিল। যাত্রাপথে বোমার সন্ধান মিলেছে।
এক সপ্তাহের মধ্যেই জম্মু কাশ্মীরে অতিরিক্ত ২৫,০০০ সেনা মোতায়েন করল কেন্দ্রীয় সরকার
লেফটেন্যান্ট জেনারেল ধিঁলো বলেন, ‘‘এখনও তল্লাশি চলছে। পাকিস্তান আর্মি শান্তিভঙ্গের জন্য মরিয়া হয়ে উঠেছে। এসব বরদাস্ত করা হবে না। কাউকে শান্তি ভঙ্গ করতে দেওয়া হবে না।''
গত কয়েক দিন ধরেই এই রাজ্যে আধা সামরিক সেনা বাড়ানো হয়েছে বিপুল সংখ্যায়। এর থেকেই অনুমান করা হচ্ছিল কোনও জঙ্গি হানার আশঙ্কা রয়েছে কিনা।
১০০ কোম্পানি বা ১০,০০০ কেন্দ্রীয় বাহিনীকে এক সপ্তাহ আগেই এই রাজ্যে আনা হয়। তাদের বিভিন্ন অঞ্চলে পোস্টিং করা হয়।
বৃহস্পতিবার জানা যায়, আরও ২৫,০০০ সেনা মোতায়েন করতে চলেছে সরকার। সরকারি সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকেই সেনা জওয়ানরা কাশ্মীর উপত্যকায় পৌঁছতে শুরু করেছে এবং শুক্রবার সকাল থেকে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করার কাজ শুরু হয়ে গিয়েছে।
সামনেই স্বাধীনতা দিবস। ১৫ আগস্ট উদযাপনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে চাইছে ভারতীয় সেনা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে।