This Article is From Sep 19, 2018

জেল থেকে ছাড়া পাচ্ছেন নওয়াজ ও কন্যা মারিয়ম

জেলবন্দি প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif) এবং তাঁর কন্যা মারিয়মকে স্বস্তি দিল আদালত। নওয়াজের দশ বছরের সাজা খারিজ করেছে আদালত। আর একই সঙ্গে মারিয়মকেও (Maryam Nawaz) জেলে থাকতে হবে না।

জেল থেকে ছাড়া পাচ্ছেন নওয়াজ ও কন্যা মারিয়ম

জিও টিভি জানিয়েছে নওয়াজের (Maryam Nawaz) দশ বছরের সাজা খারিজ করেছে আদালত।

হাইলাইটস

  • নওয়াজ শরিফ এবং তাঁর কন্যা মারিয়মকে স্বস্তি দিল আদালত
  • কারাবাস থেকে দুজনকেই মুক্তি দিয়েছে আদালত
  • কারাবাস থেকে দুজনকেই মুক্তি দিয়েছে আদালতদুর্নীতির মামলায় জেল হয় দুজনের
ইসলামাবাদ:

জেলবন্দি প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী  নওয়াজ শরিফ এবং তাঁর কন্যা মারিয়মকে স্বস্তি দিল আদালত। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কারাবাস থেকে দুজনকেই মুক্তি দিয়েছে আদালত। জিও টিভি জানিয়েছে নওয়াজের (Nawaz Sharif)  দশ বছরের সাজা খারিজ করেছে আদালত। আর একই সঙ্গে মারিয়মকেও (Maryam Nawaz) জেলে থাকতে হবে না। এই দুজনের বিরুদ্ধে দুর্নীতির আশ্রয় নিয়ে লন্ডনে ফ্ল্যাট কেনা সহ একাধিক অভিযোগ ছিল। সেগুলি আদালতে প্রমাণ হওয়ায় জেলে যেতে হয় নওয়াজকে। অসুস্থ স্ত্রী (পরে প্রয়াত) কালসুমের সঙ্গে লন্ডনেই ছিলেন শরিফ এবং মারিয়ম পাকিস্তানে ফিরে আসেন। তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনার দিন কয়েক বাদেই সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে। তাতে নওয়াজে দলের পরাজয় হয়েছে। একক সংখ্যাগরীষ্ঠ হিসেবে সরকার গড়েছে ইমরান খানের দল।

আরও পড়ুন: প্রয়াত হলেন নওয়াজ শরিফের স্ত্রী

এদিকে এরই মধ্যে মৃত্যু লন্ডনে মৃত্যু হয় কালসুমের। তাঁর শেষকৃত্যের জন্য সপ্তাহ খানেক আগেই জেল থেকে সাময়িক সময়ের জন্য মুক্তি পেয়েছিলেন বাবা ও মেয়ে। এবার তাঁদের পাকাপাকি ভাবে জেলের বাইরে থাকার নির্দেশ দিল আদালত।      

আরও পড়ুন: বিছানা নেই, বাথরুমও অপরিষ্কার, জেলে বাবার অবস্থা দেখে অভিযোগ শরিফের ছেলের

                 

 

.