Read in English
This Article is From Mar 01, 2019

আজ ছাড়া হবে ভারতীয় বায়ুসেনার পাইলটকে, পাক-সংসদে জানালেন ইমরান

শান্তি প্রক্রিয়া চালিয়ে নিয়ে  যেতেই এই উদ্যোগ বলে ইমরান জানান।  

Advertisement
ওয়ার্ল্ড

Highlights

  • পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে দিতে সম্মত হল পাকিস্তান
  • পাক- সংসদে একথাই ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
  • শান্তি প্রক্রিয়া শুরু করতেই এমন উদ্যোগ জানালেন ইমরান

ভারতীয়  বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে  দিতে  সম্মত হল  পাকিস্তান। পাক সংসদে  প্রধানমন্ত্রী ইমরান খান  জানালেন আজ মুক্তি দিয়ে দেওয়া হবে ওই পাইলটকে। ''গতকালই আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলতে চেয়েছিলাম  আমরা শান্তি চাই। আমাদের কাছে একজন পাইলট আছেন। তাঁকে আমরা কাল মুক্তি দিয়ে দেব।'' শান্তি প্রক্রিয়া চালিয়ে নিয়ে  যেতেই এই উদ্যোগ বলে ইমরান জানান।  উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করে পাকিস্তান। ভারতে  স্ট্রাইক করার সময় তাঁকে আটক করে  পাকিস্তান ।  

যুদ্ধ নয়, দুই দেশ এবার নিজেদের মধ্যে একটু কথা বলুক: শহিদ জওয়ান বাবলু সাঁতরার স্ত্রী

তাঁকে  বন্দি করার আগেই তিনি পাকিস্তানের একটি এফ-১৬ বিমানে গুলি চালান পাইলট। এর আগে ভারত জানায়  পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা হবে না, আমরা পাইলটকে ফেরত চাই। সমঝোতা করার পক্রিয়া অভিপ্রায় না থাকায় কূটনৈতিক চ্যানেল দিয়েও বিষয়টিকে এগিয়ে  নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। এর আগে পাকিস্তানের রাষ্ট্রদূতকে এ সংক্রান্ত তথ্য  তুলে  দেওয়া  হয়েছে। পাশাপাশি তাঁর মাধ্যমে ইসলামাবাদের কাছে  দিল্লি  ওই পাইলটকে দ্রুত ভারতে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন।

Advertisement

পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয় আমরা পাইলটকে ফেরত চাই: সরকারি সূত্র

পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে  ভারত। তারই  অঙ্গ  হিসেবে গতকাল পাক রাষ্ট্রদূতকে  ডেকে পাঠায় ভারত। তাঁকে জানিয়ে দেওয়া হয় বায়ুসেনার পাইলটকে কেন যেন  দ্রুত মুক্ত করা  হয়।

Advertisement

পাক বিদেশ মন্ত্রীও জানান বায়ু সেনার পাইলটকে মুক্তি দিলে  যদি উত্তেজনা প্রশমিত  হয় তাহলে  পাকিস্তান সেটাও করতে  চায়। 

এদিকে আজ সকালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান দু' দেশের থেকেই কিছুটা  সুসংবাদ পেয়েছি আমরা।  প্রথম থেকেই আমেরিকা চায় দুই দেশের মধ্যে  উত্তেজনা কমুক। এবার  সেটা হবে  বলে মনে হচ্ছে। দশকেরব পর দশক ধরে যে  বিবাদ চলছে  তা  মিটতে পারে বলে আমি আশা  প্রকাশ করছি। এরই মধ্যে রাষ্ট্রসঙ্ঘেও চাপে  পড়ে পাকিস্তান। পুলওয়ামা-সহ ভারতের মাটিতে একাধিক আঘাত হানা জইশ-ই- মহম্মদের মাথা  মৌলানা মাসুদ আজাহারকে  রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি ঘোষণা করার জন্য নিরাপত্তা  পরিষদে  আবেদন করেছে  আমেরিকা –সহ তিনটি দেশ।

Advertisement