This Article is From Feb 27, 2019

বাণিজ্যিক বিমানের চলাচল বন্ধ করে দিল পাকিস্তান

লাহোর বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছেন লাহোর, মুলতান, ফাইজলবাদ, সিয়ালকোট, ইসলামাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলের বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।

বাণিজ্যিক বিমানের চলাচল বন্ধ করে দিল পাকিস্তান

পাকিস্তানের জাতীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামাবাদ:

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার-পাখতুনখা সহ বিস্তীর্ণ অঞ্চলের বিমান পরিষেবার বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে। পাকিস্তানের বালাকোটের জঙ্গিদের ডেরায় ভারতীয় বায়ুসেনার অতর্কিত আক্রমণের পর থেকেই দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটেছে। লাহোর বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছেন লাহোর, মুলতান, ফাইজলবাদ, সিয়ালকোট, ইসলামাবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলের বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।

সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। চীন থেকে আসা একটা বিমানকেও ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ এ ভাবে চলতে থাকলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমার বা মোদী কারও হাতেই থাকবে নাঃ ইমরান

পাকিস্তানের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে পেশোয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিমান বন্দর ছেড়ে যেতে দেওয়া হয়নি।

ভারতেও শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগর, অমৃতসর ইত্যাদি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

.