তরুণ পাক চিকিৎসকের মৃত্যু হল রবিবার।
পাকিস্তানের (Pakistan) গিলগিট-বালটিস্থানে (Gilgit-Baltistan) করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের লাগাতার চিকিৎসা করে চলা এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল রবিবার। তাঁর মৃত্যুর জন্য পাক সরকারকে দায়ী করেছেন তাঁর সহকর্মী চিকিৎসকরা। তাঁদের দাবি, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়নি চিকিৎসকদের। গিলগিট-বালটিস্থানের তথ্যমন্ত্রী শামস মীর ওই চিকিৎসকের মৃত্যুর খবর জানিয়ে বলেন, ২৬ বছরের ওই চিকিৎসকের নাম ওসামা রিয়াজ। তাঁকে গিলগিটের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। রবিবার প্রয়াত হন তিনি।
মীর বলেন, ‘‘চিকিৎসক ওসামা অন্যদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁকে জাতীয় নায়ক হিসেবে ঘোষণা করা হবে। তিনি তফতান সীমান্ত দিয়ে ইরান ও ইরাক থেকে ফেরা তীর্থযাত্রীদের গিলগিট-বালতিস্থানে স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন।''
ওসামার সহকর্মীরা তাঁর মৃত্যুকে বড় ক্ষতি হিসেবে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সরকার স্ক্রিনিংয়ের কাজে নিযুক্ত চিকিৎসক ও অন্যান্য প্যারা মেডিক্যাল কর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জামের বন্দোবস্ত করেনি।
মৃত্যুর কয়েকদিন আগে ওসামার একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে তিনি বলেন, আলাদা হয়ে থাকা রোগীদের জন্য কী করতে হবে। ভিডিওতে তিনি একটি সাধারণ মাস্ক পরেছিলেন।
ওই মাস্কটির প্রসঙ্গে ওসামার এক সতীর্থর বক্তব্য, এটা দুর্ভাগ্যজনক যে চিকিৎসার সময় ওসামার কাছে পর্যাপ্ত সুরক্ষার সরঞ্জাম ছিল না।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more
trending news