This Article is From Feb 26, 2019

গুজরাট সীমান্তের কাছে পাক ড্রোন, কী হল তারপর জানুন

কচ এর কাছে একটি গ্রামে বেনামি ড্রোনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

গুজরাট সীমান্তের কাছে পাক ড্রোন, কী হল তারপর জানুন

গ্রামবাসীরা জানিয়েছেন, আজ সকালে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পান, এরপরেই ড্রোনটির ধ্বংসাবশেষ দেখতে পান তাঁরা।

ভুজ:

গুজরাটের কচ-এর কাছে আন্তজার্তিক সীমান্তে একটি পাকিস্তানী ড্রোনকে গুলি করে নামানো হল বলে পুলিশ সূত্রে খবর। কচ এর কাছে একটি গ্রামে বেনামি ড্রোনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, আজ সকালে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পান, এরপরেই ড্রোনটির ধ্বংশাবশেষ দেখতে পান তাঁরা।

এক পুলিশ আধিকারিক খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, “এই ধরণের একটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি”। যদিও বিশদে কিছু বলতে চান নি আধিকারিকরা।

কার্গিল যুদ্ধের সময়ও এই কাজটা করেনি বায়ু সেনা, এবার করল, জেনে নিন কী সেটা

পুলওয়ামার পর আরও হামলা চালানোর পরিকল্পনা করা পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে মঙ্গলবার হামলা চালানোর দিনই এই ঘটনা ঘটল।

বিদেশসচিব জানিয়েছেন, এই হামলার ফলে নিকেশ করা হয়েছে বহু জঙ্গি, প্রশিক্ষক, কম্যান্ডাকে।

.