Pakistan আফগানিস্তানে সক্রিয় নেতিবাচক ভূমিকা নিয়েছে, বলল মার্কিন রিপোর্ট
ওয়াশিংটন: কয়েক দশক ধরে, পাকিস্তান (Pakistan) আফগানিস্তানের বিরুদ্ধে সক্রিয় নেতিবাচক ভূমিকা নিয়েছে, আসলে ইসলামাবাদ কাবুলে (Afganistan) দুর্বল সরকার চায়, সাম্প্রতিক রিপোর্টে দাবি করল মার্কিন কংগ্রেস।আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে গিয়ে আমেরিকার কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) প্রকারান্তরে প্রতিবেশী দেশ পাকিস্তানকেই দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান কয়েক দশক ধরে আফগানিস্তানের বিষয়ে একটি নেতিবাচক সক্রিয় ভূমিকা পালন করেছে। "পাকিস্তানের সুরক্ষা ব্য়বস্থা সবসময়েই আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলি যেমন হাক্কানি নেটওয়ার্ক, এফটিওর সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। এমনকী আফগান নেতারাও সেদেশে সন্ত্রাসবাদী সংগঠন বা বিদ্রোহীদের বাড়বাড়ন্তের পিছনে পাকিস্তানের মদতকেই দায়ী করেছেন। মার্কিন কংগ্রেসের রিপোর্টে (US Congressional Report) আরও বলা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টও "আমরা সন্ত্রাসবাদীদের রুখতে চেষ্টা করছি", পাকিস্তানের এই ভেককে কটাক্ষ করেছেন। কেননা পাকিস্তান মুখে যাই বলুক, তলে তলে ক্রমাগত সন্ত্রাসবাদকে মদত দিয়েই চলেছে।
মার্কিন আধিকারিকরাও দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন যে আফগানিস্তানের সুরক্ষাকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন সন্ত্রাসবাদীরা পাকিস্তানকেই তাঁদের গোপন নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বানিয়েছে, যদিও পাকিস্তানের তরফ থেকে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদে 'মদত' দিচ্ছে পাকিস্তান, সমীক্ষা আমেরিকার
তবে ভারতকে (India) সমঝে চলতে চায় পাকিস্তান। কেননা সিআরএস বলেছে, "সন্ত্রাসবাদে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান এই ইস্যুতে ওই দেশকে কৌশলগতভাবে চেপে ধরতে পারে ভারত। আর সেই চাপের আশঙ্কায় পাকিস্তান তালিবানি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। কারণ তালিবানদের সঙ্গে আফগানিস্তানের তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং অন্যদিকে পাকিস্তান দেখছে যে নির্ভরযোগ্য ভারতবিরোধী উপাদান রয়েছে তালিবানদের মধ্যে, তাই ওদের সঙ্গে যোগসাজশ রেখে চলেছে তাঁরা" ।
"আফগানিস্তানে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক উপস্থিতি এবং এর পক্ষে আমেরিকার সমর্থন, ভয় বাড়িয়ে তুলছে পাকিস্তানিদের। আফগানিস্তানের প্রতি ভারতের আগ্রহ মূলত বেড়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রমাগত আঞ্চলিক বিরোধিতার কারণেই", আফগানিস্তানের বিষয়ে সর্বশেষ রিপোর্টে বলেছে সিআরএস।
যে দেশগুলি কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করছে তাদের "মিসাইল ছোঁড়া হবে":পাকমন্ত্রী
সিআরএস বলেছে যে বিদ্রোহী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ২০১৯ সালে যথেষ্ট মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তবে আফগান সরকার এবং এর মার্কিন এবং আন্তর্জাতিক অংশীদারদের ভয়ঙ্কর সুরক্ষা চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে ওই সন্ত্রাসবাদী ও বিদ্রোহী গোষ্ঠীগুলি সাময়িকভাবে অনেকটাই নতিস্বীকার করেছে। একই সঙ্গে, মার্কিন-তালিবান সরাসরি আলোচনার ফলে একটি সমঝোতার সম্ভাবনাও দেখা গেছে। কেননা এর আগে তালিবানরা কখনোই আফগান সরকারের সঙ্গে কোনও রফাসূত্রে যেতে চায়নি ।
সিআরএস আরও বলছে যে আফগানিস্তানের উপর তালিবানদের গোটা দেশের উপর কব্জা করার প্রচেষ্টার যতই সম্ভাবনা থাকুক না কেন, ওই দেশকে আধাসামরিক কমান্ডার দিয়ে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।