Read in English
This Article is From Oct 21, 2019

পাকিস্তান ভারত থেকে ডাক পরিষেবা বন্ধ করেছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ: সংবাদ সংস্থা পিটিআই

পাকিস্তান ভারতে ডাক পরিষেবা বন্ধ করেছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ: সংবাদ সংস্থা পিটিআই

Advertisement
অল ইন্ডিয়া Edited by

কেন্দ্রীয় সরকার পাকিস্তানের কড়া সমালোচনা করে জানিয়েছে, পাকিস্তান একতরফা ভাবে দু'দেশের মধ্যে ডাক পরিষেবা বন্ধ করেছে। এই আচরণ যে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন, তাও জানিয়েছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতকে কিছু না জানিয়েই। দিল্লিতে একটি অনুষ্ঠানের ফাঁকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ‘‘পাকিস্তানের এই সিদ্ধা‌ন্ত সরাসরি আন্তর্জাতিক ডাক পরিষেবার নিয়মের লঙ্ঘন। কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।''

তিনি বলেন, পাকিস্তান কোনও নোটিস বা তথ্যজ্ঞাপন না করেই ডাক বিভাগের ভারতে চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছে।

Advertisement