This Article is From Aug 07, 2019

ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান, বন্ধ বাণিজ্য

একদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে সরকারের পদক্ষেপের “গুরুতর প্রভাব” হবে

ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান, বন্ধ বাণিজ্য

হাইলাইটস

  • জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরেই এই সিদ্ধান্ত
  • রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ
  • মঙ্গলবার প্রত্যুত্তরের কথা বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান
নয়াদিল্লি:

ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান। জম্মু কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপের কারণে, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করাসহ মোট পাঁচটি পদক্ষেপ করেছে তারা, এমনটাই খবর সংবাদসংস্থা এএফপির। জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে লাগু থাকা বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।কাশ্মীর নিয়ে একাধিকবার আন্তর্জাতিক হস্তক্ষেপের পক্ষে সওয়াল করেছে ইসলামাবাদ। ভারত সরকারের পদক্ষেপের বিরুদ্ধে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ারও হুমকি দিয়েছে। একটি ট্যুইটে তাদের পাঁচটি পদক্ষেপের কথা জানিয়েছে পাকিস্তান। পাঁচটি পদক্ষেপের মধ্যে রয়েছে...

১. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা

২. ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা

৩. দ্বিপাক্ষিক চু্ক্তি পুনর্বিবেচনা করা

৪. বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদসহ রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়া

৫. ১৪ অগস্ট দিনটিকে বীর কাশ্মীরীদের প্রতি সহমর্মিতা জানানো হবে”

প্রধানমন্ত্রীর দফতরের একটি বিবৃতি বলা হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন, আমলা ও সেনা আধিকারিকরা। একদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, কাশ্মীর নিয়ে পদক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, এটার “প্রভাব গুরুতর” হবে। মঙ্গলবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেন, “ তারা পাক অধিকৃত কাশ্মীরে কিছু করতে পারে...আমরা প্রত্যুত্তর দেব...শেষরক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব”।

চিনের যুক্তি খারিজ করে দিয়ে ভারতের তরফে বলা হয়েছে, “এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়”। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, “অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হ্স্তক্ষেপ করে না এবং অন্যদেশের থেকেও তেমনই আচরণ আশা করে”।

.