This Article is From Oct 01, 2018

কুয়েতের আধিকারিকের টাকার ব্যাগ চুরি করলে পাক আমলা!, প্রকাশ্যে এল সিসি টিভি ফুটেজ

চরম অস্বস্তিতে পড়ল পাক সরকার। ব্যবসা সংক্রান্ত আলোচনা  করতে  কুয়েতে গিয়েছিল পাকিস্তানের একটি সরকারি দল।

Advertisement
অল ইন্ডিয়া

প্রকাশিত ফুটেজটি মাত্র ছ’সেকেন্ডের।

Highlights

  • চরম অস্বস্তিতে পড়ল পাক সরকার
  • ব্যবসা সংক্রান্ত আলোচনা করতে কুয়েতে গিয়েছিল পাকিস্তানের সরকারি দল
  • দলের এক আধিকারিক চুরি করতে গিয়ে ধরা পড়লেন
নিউ দিল্লি :

চরম অস্বস্তিতে পড়ল পাক সরকার। ব্যবসা সংক্রান্ত আলোচনা  করতে  কুয়েতে গিয়েছিল পাকিস্তানের একটি সরকারি দল। উচ্চপদস্থ আধিকারিদের নিয়ে তৈরি এই দলের এক সদস্য চুরি করতে গিয়ে ধরা  পড়লেন।

 সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে পাকিস্তানের  ওই  উচ্চপদস্থ আধিকারিক  কুয়েতের এক আধিকারিকের ওয়ালেট চুরি করছেন! পাকিস্তানের সংবাদ পত্র ডন জানিয়েছে একটি ঘরে দুদেশের আধিকারিকরা বৈঠক করছিলেন। বৈঠক শেষ হতে সকলেই ঘর ছেড়ে  বাইরে যেতে  শুরু করেন। সে সময় টেবিলে নিজের ওয়ালেটটি ফেলে আসেন কুয়েতের আমলা। সেটিই চুরি করতে গিয়ে নিজের অজান্তে সিসি টিভি ক্যামেরায় ধরা দেন পাক আধিকারিক।                    

 

 

প্রকাশিত ফুটেজটি মাত্র ছ’সেকেন্ডের। তাতে  দেখা যাচ্ছে মানিব্যাগ হাতে  তুলে জামার পকেটে ভরছেন পাকিস্তানের আমলা। হারিয়ে  যাওয়া ব্যাগের খোঁজে তল্লাশি শুরু হয়। তখনই সন্ধান মেলে সিসি টিভি ফুটেজের। ডন জানিয়েছেন প্রথমে চুরির কথা অস্বীকার করেন আধিকারিক। পরে অবশ্য টাকার ব্যাগ ফিরিয়ে দেন তিনি।

Advertisement

আধিকারিকের বিরুদ্ধে  কড়া  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পাক  প্রশাসন। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না হলেও ডনের দাবি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।            

 

Advertisement
Advertisement