This Article is From Mar 23, 2019

রেস্তোরাঁয় খাবার সার্ভ করছেন ‘টিরিয়ান ল্যানিস্টার’, চমকে ওঠেন আগন্তুক

শুধুমাত্র পিটার ডিঙ্কলেজের সঙ্গে মুখেরই মিল নয়, তাদের দুজনের উচ্চতারও খুব মিল। দু’জনেরই উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি।

রেস্তোরাঁয় খাবার সার্ভ করছেন ‘টিরিয়ান ল্যানিস্টার’, চমকে ওঠেন আগন্তুক

২৫ বছরের রোজি খানের সঙ্গে অসম্ভব মিল পিটার জিঙ্কলেজের

হাইলাইটস

  • ২৫ বছর বয়সী রোজি খানের সঙ্গে অভিনেতা পিটার ডিঙ্কলেজের অসম্ভব মিল
  • দু’জনেরই উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি।
  • পিটার ডিঙ্কলেজের সঙ্গে রোজির ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

পাকিস্তানি রেস্তোরাঁর ওয়েটার রোজি খান কোনওদিন ‘গেম অফ থ্রোনস'-এর বা ‘টিরিয়ন ল্যানিস্টার'-এর চরিত্রটির নাম শোনেননি। অথচ তার সঙ্গে অসম্ভব রকমের মিল রয়েছে পপুলার আমেরিকান টিভি সিরিজের সেই অ্যান্টি হিরো চরিত্রটির। ২৫ বছর বয়সী এই যুবকের সঙ্গে অভিনেতা পিটার ডিঙ্কলেজের অসম্ভব মিল প্রথম আবিষ্কৃত হয় ২০১০ সালেই। তার পর থেকে মাঝেমধ্যে বহু আগন্তুক দাঁড়িয়ে পড়েন রোজির ছবি তুলতে। রোজি বলেন, ‘‘অনেকে আসেন আমার ছবি তুলে নিয়ে যান। আমার খারাপ লাগে না, অন্তত এভাবে হলেও আমি খানিকটা নাম তো করতে পেরেছি।''

Google AI-Powered Doodle: বাখের মতো হারমোনি বানিয়ে দুনিয়াকে শোনান আজ

শুধুমাত্র পিটার ডিঙ্কলেজের সঙ্গে মুখেরই মিল নয়, তাদের দুজনের উচ্চতারও খুব মিল। দু'জনেরই উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি।

পিটার ডিঙ্কলেজের সঙ্গে রোজির ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয়। অনেকে তাদের পাশাপাশি ছবি রেখে জমজ বলেও শেয়ার করেন।

রোজি বলেন, ‘‘আমি যেখানেই যাই অনেকে জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে ফেসবুকে যার ছবি দেখলাম উনি কে? আমি বলি, ও আমার বন্ধু। লোকজন যখন আমাকে জিজ্ঞাসা করে, আপনার মতো একই রকম দেখতে ওই লোকটি কে? আমি অনেককে বলি, ও আমার ভাই।''

পেইন্টবল কনটেস্টে হোলি উৎসব পালন অশ্বিনদের

‘গেম অফ থ্রোনস' টেলিভিশন সিরিজ ইতিমধ্যেই ৪৭টি এমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। এখনও পর্যন্ত কোনও কাল্পনিক শো এত অ্যাওয়ার্ড পায়নি। পিটার ডিঙ্কলেজ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও পেয়েছেন ২০১২ সালে। ‘গেম অফ থ্রোনস'-এর সর্বশেষ সিরিজটি মুক্তি পেতে চলেছে ১৭ই এপ্রিল।

একটি ছোট কাশ্মীরি রেস্তোরাঁয় কাজ করেন রোজি। রাওয়ালপিন্ডির সেই রেস্তোরাঁয় তিনি লোকজনকে খাবার সার্ভ করে দেন। রেস্তোরাঁর মালিক আসলাম পারভেজ বলেন, ‘‘রোজি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি। তাকে দেখতেই অনেকে রেস্তোরাঁয় এসে ভিড় জমান।'' তিনি আরও বলেন, ‘‘রোজি যদি একদিন কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে, বা আসতে না পারে, অনেকেই এসে ওর খবর নিয়ে যান। অনেকে দুঃখ পেয়ে যান রোজিকে দেখতে না পেয়ে। সকলেই ওকে ভালোবাসেন। অনেকেই আছেন, যারা শুধুমাত্র ওর জন্যই বারবার এখানে আসেন।''

উত্তর পাকিস্তানের মনসেরা অঞ্চলে জন্ম হয়েছিল রোজির। কোনওদিন তিনি পিটার ডিঙ্কলেজের দেখা পাননি। তবুও তাকে নিজের বন্ধু, ভাই বলে সবাইকে বর্ণনা করেন। তিনি বলেন, ‘‘আমাকে তো ওর মতোই দেখতে, তাই আমার ওকে ভাই বন্ধু বলে সম্বোধন করতে খুব ভাল লাগে। আর যারা দোকানে খেতে আসেন তারাও আমাকে দেখে ওই চরিত্রটিকে দেখতে পাওয়ার আনন্দ পান।

জইন হরি নামে কুড়ি বছরের এক যুবক বলেন, ‘‘রোজিকে দেখলে সত্যি মনে হয় যেন সামনা সামনি টিরিয়ন ল্যানিস্টারকেই দেখছি।''

Click for more trending news


.