দুপুর ৩.৪০ নাগাদ মোহাম্মদ আশরাফকে ফের পাকিস্তানি রেঞ্জারদের হাতে তুলে দেওয়া হয়
হাইলাইটস
- ভুল করে এদেশের মাটিতে পা দিয়ে ফেলেছিলেন ষাটোর্ধ্ব মোহাম্মদ আশরাফ
- সংবেদনশীল ব্যবহারের দৃষ্টান্ত হিসেবে তাঁকে ফিরিয়ে দিল বিএসএফ
- বিএসএফ জানিয়েছে, তাঁকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরত পাঠানো হয়েছে
জম্মু: ভুল করে সীমান্ত ডিঙিয়ে এদেশের মাটিতে পা দিয়ে ফেলেছিলেন ষাটোর্ধ্ব এক পাকিস্তানি। শনিবার সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফের (BSF) একজন মুখপাত্র জানিয়েছেন, প্রৌঢ় ওই পাকিস্তানি ব্যক্তিকে আবার নিজের দেশের সুস্থভাবেই ফেরত পাঠিয়ে দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, ভুল করে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়া ওই বয়স্ক ব্যক্তিকে ‘সংবেদনশীল ব্যবহারের' দৃষ্টান্ত হিসাবেই ফেরত পাঠানো হয়।
ভোটের আগেই হতে চলেছে আরেকটা পুলওয়ামা আক্রমণ; রাজ ঠাকরে
জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন মোহাম্মদ আশরাফ নামের ওই ব্যক্তি। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুর ৩.৪০ নাগাদ তাঁকে ফের পাকিস্তানি রেঞ্জারদের হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফের মুখপাত্র জানান, “আইবি-তে শান্তিচুক্তি মেনে চলার জন্য এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিএসএফ পাকিস্তানের ওই বয়স্ক মানুষটিকে পাক রেঞ্জারদের কাছে হস্তান্তর করে। গত শুক্রবার তিনি সাম্বা রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।”
নীরব মোদিকে ধরতে পারলে সব টাকা গরীবদের বিলিয়ে দেব; প্রতিশ্রুতি রাহুল গান্ধীর
তিনি জানান, বিএসএফ পাকিস্তানের ওই নাগরিককে ‘সুস্থ ও স্বাভাবিক' অবস্থাতেই মুক্তি দিয়েছে। পাকিস্তানি রেঞ্জাররা বিএসএফের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
পাঞ্জাবের বোয়টাহ-নারোওয়াল এলাকার বাসিন্দা মোহাম্মদ আশরাফের কাছে পাকিস্তানি মুদ্রায় ১২ হাজার টাকা ছিল এবং বিএসএফ কর্মকর্তারা সেই বিষয়েই তাঁকে প্রশ্ন করেছেন বলে সূত্রের খবর।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)