হাইলাইটস
- পশ্চিমবঙ্গে আজ পুনরায় পঞ্চায়েত ভোট
- 568 টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে
- পঞ্চায়েত ভোটে প্রচুর হিংসাত্মক ঘটনা ঘটেছে
কলকাতা:
পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) অভিযোগ করেছে, পঞ্চায়েত ভোটে প্রচুর হিংসাত্মক ঘটনা ঘটেছে, আর সেই কারণেই আবার 568 টি ভোট কেন্দ্রের ভোট প্রদানের আদেশ দেওয়া হয়।কমিশনের একজন কর্মকর্তা বলেন,"আমরা রাজ্যটির 20 জেলায় 568 ভোটকেন্দ্রে ভোট প্রদানের আদেশ দিয়েছি।" পশ্চিমবঙ্গে সোমবার যে পঞ্চায়েত নির্বাচন সঙ্ঘটিত হয়েছিল তাতে হিংসাত্মক ঘটনায় 12 জন লোক প্রাণ হারিয়েছেন এবং 43 জন আহত হন।
এসইসি এর কর্মকর্তা বলেন, রাজ্য সরকার ও পুলিশকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করতে বলা হয়েছে যাতে আজ জনগণ স্বাধীন ভাবে নিরপেক্ষ ভোট প্রদান করতে পারে। হুগলিতে 10 টি, পশ্চিম মেদিনীপুরের 28 টি, কুচবিহারের 52 টি, মুর্শিদাবাদে 63 টি, নদিয়াতে 60 টি, উত্তর 24 পরগনার 59 টি, মালদাতে 55 টি, উত্তর দিনাজপুরের 73 টি এবং দক্ষিণ 24 পরগনাতে 26 টি ভোটকেন্দ্র পুনরায় ভোট প্রদানের আদেশ দেওয়া হয়েছে ।
VIDEO: রণনীতি: পঞ্চায়েত নির্বাচন, খুনের খেলা, এখানে দেখুন এসইসির কর্মকর্তার মতে সোমবারের পঞ্চায়েত নির্বাচনের শেষে ভোট প্রদান 73 শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় 82.13 শতাংশে।