Panchayat Violence: এসএসকেএমের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে মৃণালকে।
কলকাতা: পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে সংঘর্ষের মাঝে পড়ে মালদায় গুলিবিদ্ধ হয়েছিল তিন বছরের শিশু মৃণাল মণ্ডল। তার মা বিজেপির হয়ে ভোটে জিতেছিলেন। পরে দল বদল করে যান তৃণমুলে। এরই মধ্যে দুপক্ষের গুলির লড়াইয়ের মাঝে পরে আগত হয় মৃণাল। মাথায় গুলি লাগে তার। সুচিকিৎসার জন্য তাঁকে এবার কলকাতায় নিয়ে আসা হল। এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা হবে। তবে এখন কিছুটা ভালো আছে সে। গত মাসের 30 তারিখ এই ঘটনাটি ঘটে। তারপর থেকে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। জানা গিয়েছে এসএসকেএমের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে মৃণালকে।
পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে । কোথাও আবার শাসক শবিরের সঙ্গে গোলমাল হয়েছে বামেদের। তৃণমূলের আক্রমণে পুরুলিয়ায় কর্মীর মৃত্যুর দাবিও করেছল বিজেপির। আবার উত্তর চব্বিশ পরগনায় মৃত্যু হয় তিন জনের। সেখানে বামেদের সঙ্গে তণমূলের সংঘর্ষ হয়। তাছাড়া হাওড়া সহ আরও কয়েকটি জায়গায় ঘটেছে সংঘর্ষের ঘটনা।