চারজনের একটি কমিটি কথা বলতে আসবে রাজ্যে।
নিউ দিল্লি:
কেন্দ্র থেকে খুব শীঘ্রই রাজ্যে একটি দল পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে গৃহক্রেতাদের সুরক্ষার ব্যাপারটি নিয়ে ভাবনাচিন্তার জন্য অবিলম্বে রিয়াল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট বা রেরা চালু করার ব্যাপারে অনুরোধ জানাবে ভারত সরকার। আজ এই কথা বলেন এক সরকারি আধিকারিক।
গোটা দেশেই যখন কেন্দ্রীয় সরকার রেরা(RERA) চালু করার ব্যাপারে বদ্ধপরিকর, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইন্ডাস্ট্রি রেগুলেশন অ্যাক্ট, 2017 বা হিরা, যা রাজ্য সরকারের পক্ষ থেকেই চালু করা হয়েছিল, তা 'যথেষ্ট অসুবিধাজনক' বলে জানান ওই আধিকারিক।
"রেরা চালু হওয়ার আগে পশ্চিমবঙ্গ ছিল একমাত্র রাজ্য যারা একেবারে নতুন একটি আইন চালু করে। যা গৃহনির্মাতাদের কথা ভেবে তৈরি করা রিয়াল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 2016-এর থেকে অনেকটাই আলাদা এবং তরলীকৃত। এটা অত্যন্ত অসুবিধাজনক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি কমিটি খুব শীঘ্রই এই নিয়ে কথা বলার জন্য পশ্চিমবঙ্গে যাবে" বলেন ফোরাম ফর পিপল'স কালেক্টিভ এফোর্টসের সভাপতি অভয় উপাধ্যায়।
কেন্দ্র থেকে চারজনের যে দলটিকে রাজ্যে পাঠানো হবে, উপাধ্যায় থাকবেন সেই দলেই।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)