This Article is From Dec 26, 2018

বাবার গাড়ি, ১৩ লাখেরও বেশি নগদ নিয়ে গা ঢাকা দিল ১৮ বছরের ছেলে! পুলিশে অভিযোগ পরিবারের

বাবার গাড়ি, ১৩ লাখ টাকার নগদ এবং মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও ৫০ হাজার টাকা ‘হাতিয়ে’ গা ঢাকা  দিল  ছেলে!

বাবার গাড়ি, ১৩ লাখেরও বেশি নগদ নিয়ে গা ঢাকা দিল ১৮ বছরের ছেলে! পুলিশে অভিযোগ পরিবারের

তাঁদের মনে  হয়েছে  ছেলে গাড়িটিকে কাজে  লাগিয়ে  মাদক দ্রব্য চোরাচলানও করতে পারে।

হাইলাইটস

  • বাবার গাড়ি, ১৩ লাখেরও বেশি নগফ দিয়ে গা ঢাকা দিল ছেলে
  • মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও ৫০ হাজার টাকা হাতিয়েছে সে
  • দিল্লির এই ঘটনাকে ঘিরে উঠতে শুরু করেছে বহু প্রশ্ন
নিউ দিল্লি:

বাবার গাড়ি, ১৩ লাখ টাকার নগদ এবং মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও ৫০ হাজার টাকা ‘হাতিয়ে' গা ঢাকা  দিল  ছেলে!  আর কোনও পথ না থাকায়  দ্বাদশ শ্রেণির  ছেলের বিরুদ্ধে  থানায় অভিযোগ দায়ের করল পরিবার।  দিল্লির এই ঘটনাকে  ঘিরে উঠতে  শুরু করেছে বহু প্রশ্ন। মাত্র আঠারো বছরের একটা ছেলে কীভাবে এমন একটা কাজ করল সেটা ভাবাচ্ছে  সকলকেই। পুলিশে দায়ের করা অভিযোগে পলাতকের বাবা ও মা জানিয়েছেন তাঁদের সন্দেহ ছেলে এই বিপুল পরিমাণ টাকা এবং গাড়ি  নিয়ে কোনও খারাপ কাজ করতে  পারে।                 

কী  ধরনের খারাপ কাজ ছেলে  করতে  পারে  তার একটা  ধারনা  দেওয়ার চেষ্টাও  করেছেন  তাঁরা। তাঁদের মনে  হয়েছে  ছেলে গাড়িটিকে কাজে  লাগিয়ে  মাদক দ্রব্য চোরাচলানও করতে পারে। পুলিশকে এই দু'জন জানিয়েছে ছেলের  সন্ধান জানতে তার বান্ধবীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন তাঁরা। তবে বান্ধবী তাঁদের জানায় এ ব্যাপারে  সে কিছুই জানে না।  

তামিলনাড়ুর সরকারী হাসপাতালে অন্তসত্ত্বা মহিলার শরীরে দেওয়া হল এইচআইভি সংক্রামিত রক্ত

 এক প্রবীণ পুলিশ কর্তা জানান পলাতক কিশোরের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন শেষবার জয়পুরের আশপাশে  ছিল। কিন্তু তারপর থেকে মোবাইল বন্ধ। অন্য কয়েকটি  সূত্র ধরে  তদন্ত চালাচ্ছে পুলিশ। যোগাযোগ করা  হয়েছে  রাজস্থান পুলিশের সঙ্গেও।             

 

.