This Article is From Mar 17, 2019

জোর করে বিয়ে দেবে বাবা-মা, প্রতিবাদে গায়ে আগুন দিয়ে দিল ১৬ বছরের নাবালিকা

দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীটিকে বিয়ের জন্য জোর করা হচ্ছিল অনেকদিন ধরেই। সে বারবারই তার বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের জানিয়েছিল যে, সে কোনওভাবেই এখন বিয়ে করতে চায় না

জোর করে বিয়ে দেবে বাবা-মা, প্রতিবাদে গায়ে আগুন দিয়ে দিল ১৬ বছরের নাবালিকা

তার আপত্তি সত্ত্বেও জোর করে বিয়ে দিতে চাইছিল বাবা-মা, জানায় পুলিশ। (ফাইল চিত্র)

তিরুনাভেলি, তামিলনাড়ু:

এখনও প্রাপ্তবয়স্ক হয়নি সে, তবু তার অভিভাবকরা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিছুতেই তা মানতে পারছিল না ১৬ বছরের ওই নাবালিকা। শেষমেশ নিজের ঘরে ঢুকে দরজা আটকে গায়ে আগুন দিয়ে দিল সে। শনিবার এই ঘটনার কথা জানায় পুলিশ। দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীটিকে বিয়ের জন্য জোর করা হচ্ছিল অনেকদিন ধরেই।

সে বারবারই তার বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের জানিয়েছিল যে, সে কোনওভাবেই এখন বিয়ে করতে চায় না। সে পড়তে চায়। বিয়ে করলে পড়াটা আর হবে না। কিন্তু, সেই কথায় কান দেয়নি কেউই। শুরু হয় বিয়ের তোড়জোর। ঠিক হয়, আগামী মাসে তার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসবে সে। কথা হয়েছিল সেরকমই।

কিন্তু, তার আগেই নিজের গায়ে আগুন দিয়ে দিল তামিলনাড়ুর ওই ছাত্রী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.